তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১২ 27 ভিউ
শনিবার গাজা থেকে প্রথম পর্বের যুদ্ধবিরতির ষষ্ঠ ধাপে তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন আলেক্সান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। আজ (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে আল জাজিরা। তিন ইসরাইলি বেসামরিক বন্দির মুক্তির পর, ইসরায়েলের পক্ষ থেকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে শনিবার। হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। বাকি ৩৩৩ জন বন্দি মূলত ৭ অক্টোবরের হামলার পর গাজা থেকে আটক হয়েছিলেন। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তি অনুযায়ী, এখনো ১৭ জন

ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে ৯ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই চুক্তির আওতায় হামাস ১৬ ইসরায়েলি এবং ৫ থাই বন্দিকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরাইলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে বাধ্য, যার মধ্যে বহু হামাস যোদ্ধা রয়েছে, যারা বিভিন্ন সময় ইসরাইলে হামলার জন্য যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিল। তবে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ৭ অক্টোবরের হামলায় হামাস ২৫১ জনকে অপহরণ করেছিল, যাদের মধ্যে ৭৩ জন এখনো গাজায় আটক রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী,

এদের মধ্যে অন্তত ৩৫ জন মারা গেছে। এদিকে, হামাস জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না গ্যাস, বিদ্যুৎ, সারে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে লাখ কোটি টাকা রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা এক সপ্তাহেও উদ্ধার হয়নি চবির অপহৃত ৫ শিক্ষার্থী হার্ট সার্জারি কিডনির ক্ষতি করতে পারে? সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের ১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প কাশ্মীরে হামলা, যা বললেন ট্রাম্প ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ দুর্নীতির তদন্ত ধামাচাপা পাঁচ দফায় পদোন্নতি ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে বিএনপির হাফ ডজন প্রত্যাশী একক প্রার্থী জামায়াতের নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই রহস্যজনক বিস্ফোরণ গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু