শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস – ইউ এস বাংলা নিউজ




শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৩২ 7 ভিউ
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মানছে না— এমন অভিযোগে দেশটির জিম্মিদের মুক্তি দিতে নারাজ ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার সেই অবস্থান থেকে ফিরে এলো সশস্ত্র সংগঠনটি। খবর টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি তিন জিম্মিকে মুক্তি দেবে তারা। হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য কায়রোতে পৌঁছানোর একদিন পর এই বিবৃতি এলো। হামাস বলছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবাহ অব্যাহত রাখতে বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৯ জানুয়ারি হামাসের যুদ্ধবিরতি শুরু হয়। ওই সময় তাদের মধ্যে চুক্তি হয়, জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ও

ভারী সরঞ্জাম প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না। তবে দখলদাররা তাদের কথা রাখেনি। চুক্তি অনুযায়ী, যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা ছিল, সেগুলো আসেনি। এ ছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী সরঞ্জাম প্রবেশের কথা ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় এক মাস হয়ে গেলেও এখনো এ ধরনের কোনো যন্ত্র গাজায় ঢোকেনি। এমনকি গাজায় আরও শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। চুক্তি লঙ্ঘনের জেরে গত সোমবার হামাস ঘোষণা দেয়, তারা শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেবে না। তাদের এ ঘোষণার পর যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে এটি যেন ভেস্তে না যায় সেজন্য কাজ শুরু করে মধ্যস্থতাকারীরা। এরপর এ সিদ্ধান্ত

এলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার উপহার–বাণিজ্য শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে নতুন এক বাসযোগ্য পৃথিবীর খোঁজ মিলেছে স্ত্রীর সঙ্গে বিদেশি পরিচালকের কিছু একটা চলছে, আঁচ করতে পেরেছিলেন তিনি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ব্যাংককগামী ছেলেকে ঘিরে মাঝ আকাশে নাটকীয়তা ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী সিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীর কথা ভাবছে বিজেপি? তালিকায় কারা পর্যটকশূন্য সেন্ট মার্টিনে এখন কী হচ্ছে ডিস্ক প্রলাপস কেন হয়, সতর্কতা ও চিকিৎসা কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ১৪৭ কোটি টাকা, ৭ মাসে খরচ ৪৭ লাখ টাকা ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় মোদি যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই জিম্মিদের মুক্তি দেবে হামাস ইসির কাছে ২৩ প্রস্তাব দিল জামায়াত শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস তোপের মুখে কার্যালয় ছাড়লেন ইউএনও নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ