![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prothomalo-bangla_2025-02-13_wx1qlbe9_Air.avif)
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ব্যাংককগামী ছেলেকে ঘিরে মাঝ আকাশে নাটকীয়তা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prothomalo-bangla_2025-02-13_3i88snl5_us-president-01.avif)
ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prothomalo-bangla_2025-02-13_zndm78bl_Untitled-2.avif)
দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীর কথা ভাবছে বিজেপি? তালিকায় কারা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prothomalo-bangla_2025-02-13_h22ltvsb_Modi-Trump.avif)
ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় মোদি
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Hamas-67ade07ac9f37.jpg)
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই জিম্মিদের মুক্তি দেবে হামাস
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Israel-67addf2b9aa61-1.jpg)
শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-2-67added85a599.jpg)
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় ডিমের দাম
ট্রাম্প মনোনীত তুলসী হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/tulsi-67add5acccac4.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডই হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে চূড়ান্ত হয় এই ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্যের মনোনয়ন। তুলসীর গোয়েন্দাপ্রধান হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয়, কারণ তুলসী তার মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত সদস্যদের মধ্যে একজন ছিলেন।
৪৩ বছর বয়সি তুলসী ২০ জানুয়ারির পর ট্রাম্পের ১৪তম মনোনীত ব্যক্তি, যাকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব উঠছে তার কাঁধে। গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন হাওয়াইয়ের এই প্রাক্তন কংগ্রেসওম্যান।
ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসে একটি অনুষ্ঠানে তুলসীকে শপথ করান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তাকে অসাধারণ সাহসী ও ব্যতিক্রমী দেশপ্রেমী এক মার্কিন
বলে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি (তুলসী) তার পুরো জীবন জনসেবার জন্য উৎসর্গ করেছেন। আমি বিভিন্ন শো এবং অন্যান্য জায়গায় তাকে অনেক বছর ধরে দেখেছি। তিনি একজন অসাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন নারী এবং আমরা এমন মানুষ পছন্দ করি। তুলসী তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচন করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুঃখজনকভাবে, আমেরিকার জনগণের গোয়েন্দাদের ওপর খুব কম আস্থা রয়েছে। কারণ তারা দেখেছে, একটি প্রতিষ্ঠান, যা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়ার কথা, তা রাজনৈতিক ও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তিনি। তবে সিনেটে
তুলসী কিছুটা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থন না থাকার কারণে; ফরেন ইন্টেলিজেন্স সার্ভেল্যান্স অ্যাক্টের সেকশন ৭০২ নিয়ে পরিবর্তিত অবস্থান; ২০১৭ সালে সাবেক সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক এবং এডওয়ার্ড স্নোডেনের প্রতি তাঁর পূর্ববর্তী সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনপ্রণেতারা। সিনেটের মেজরিটি লিডার জন থুন তুলসীর পক্ষে বলেন, গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা অফিসটি পুনরায় ঠিক করবেন। অতিরিক্ত ও অকার্যকর সবকিছু নির্মূল করবেন তিনি। তুলসী আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বেড়ে ওঠা হাওয়াইতে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াইকে যুক্তরাষ্ট্রের হাউসে ডেমোক্র্যাট হিসেবে চার মেয়াদে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু ২০২২ সালে পার্টি ছেড়ে দেন এবং গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণা
শুরু করার পর রিপাবলিকান দলের সদস্যপদ গ্রহণ করেন।
বলে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি (তুলসী) তার পুরো জীবন জনসেবার জন্য উৎসর্গ করেছেন। আমি বিভিন্ন শো এবং অন্যান্য জায়গায় তাকে অনেক বছর ধরে দেখেছি। তিনি একজন অসাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন নারী এবং আমরা এমন মানুষ পছন্দ করি। তুলসী তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচন করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুঃখজনকভাবে, আমেরিকার জনগণের গোয়েন্দাদের ওপর খুব কম আস্থা রয়েছে। কারণ তারা দেখেছে, একটি প্রতিষ্ঠান, যা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়ার কথা, তা রাজনৈতিক ও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তিনি। তবে সিনেটে
তুলসী কিছুটা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থন না থাকার কারণে; ফরেন ইন্টেলিজেন্স সার্ভেল্যান্স অ্যাক্টের সেকশন ৭০২ নিয়ে পরিবর্তিত অবস্থান; ২০১৭ সালে সাবেক সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক এবং এডওয়ার্ড স্নোডেনের প্রতি তাঁর পূর্ববর্তী সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনপ্রণেতারা। সিনেটের মেজরিটি লিডার জন থুন তুলসীর পক্ষে বলেন, গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা অফিসটি পুনরায় ঠিক করবেন। অতিরিক্ত ও অকার্যকর সবকিছু নির্মূল করবেন তিনি। তুলসী আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বেড়ে ওঠা হাওয়াইতে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াইকে যুক্তরাষ্ট্রের হাউসে ডেমোক্র্যাট হিসেবে চার মেয়াদে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু ২০২২ সালে পার্টি ছেড়ে দেন এবং গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণা
শুরু করার পর রিপাবলিকান দলের সদস্যপদ গ্রহণ করেন।