গাজীপুরে ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার ১৬ – ইউ এস বাংলা নিউজ




গাজীপুরে ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ 9 ভিউ
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করীম খান বলেছেন, গতরাত যে ঘটনাটি ঘটেছে তারজন্যআমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এজন্য ব্যর্থতা স্বীকার করছি। আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এ মহুর্তে আপনাদের সামনে বলতে চাই আমি তাকে প্রাথমিক পর্যায়ে প্রত্যাহার করেছি। পরে অবহেলার সত্যতা পেলে তাকে সাসপেন্ড করবো। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, যারা ফ্যাসিবাদিদের আতাত করবে। তাদের পুলিশে চাকরি করতে দেয়া যাবে না। এতোদিন যে ফ্যাসিবাদি পুলিশ তৈরি হয়েছে তা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো: আরিফুল ইসলামকে সাসপেন্ড ঘোষণা ও গত রাতের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় এখন পর্যন্ত ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলে আপনারা যে বাংলাদেশ ফিরিয়ে দিয়েছেন সেই বাংলাদেশ আমার ও আপনাদের সবার। পুলিশ কমিশনার বলেন, আমি আপনাদের বলতে চাই, আমরা এক এক করে ওই ঘটনায় জড়িতদের খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে,

তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাদের এই মুহুর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেয়া যাবে না। এতদিনের যে পুলিশ ফ্যাসিবাদ পুলিশ তৈরী হয়েছে সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে। জনগণের পুলিশ হতে হবে। আপনার কস্ট করে এসেছেন, আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে নিজেরা গত ১৭বছর যাবৎ আপনাদের অন্যায় ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোন ভাবে বরদাস্ত করা

হবেনা। আমরা এঘটনায় ইতিমধ্যে আমরা ১৬জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাতে চিরুণী অভিযান হবে, এই চিরুণী অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ্। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডাক্তার মোঃ নাজমুল করীম খান বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমিও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল। আন্দোলনের পর আমি আবার পুলিশের কমিশনার হয়ে ফিরে এসেছি। পুলিশ কমিশনার আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের ওপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাশত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতা-কর্মীদের ভাষ্য, শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার‌্যালয়ের সামনের

সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গিয়ে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এরপর বিকেল পাঁচটার দিকে মিছিল করতে করতে নেতা-কর্মীরা ফিরে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকার ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তাঁরা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাঁদের জানাতে। গতকাল রাতে তাঁদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলার শিকার হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর নতুন মুদ্রানীতি ঘোষণা ‘যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে’ বাস শ্রমিকদের অবরোধ ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই সাকিব-লিটন কি দলে ফিরবেন, যা বলছেন কোচ সিমন্স বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড ৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বাংলায় স্টেশনের নাম নিয়ে আপত্তি ব্রিটিশ এমপির গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান হোয়াটসঅ্যাপে যৌন উত্তেজক বার্তা, মন্ত্রী বরখাস্ত বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯০ ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সংবর্ধনায় স্লেজিংকে কেন্দ্র করে বাকৃবিতে শিক্ষার্থীদের মারামারি