ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
‘আমার মা কাউকে বিয়ে করেননি’
হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ
শনিবার থেকেই ট্রাম্পের চীন, কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ
প্রতিমাসে ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি রাশিয়ার
বাইডেন ও ওবামাকে দুষলেন ট্রাম্প
‘তুমি কী সত্যিই রাজকন্যা?’
লিলি-রোজ লোগান নামে এক ক্ষুদে ভক্তের প্রতি স্নেহময় আচরণ দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন প্রিন্সেস অব ওয়েলস খ্যাত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ওয়েলসের সড়কে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্র জানায়, ওইদিন কেট মিডলটন যখন কর্গি সকস ফ্যাক্টরি থেকে বের হচ্ছিলেন, তখন তিনি রাজকীয় প্রোটোকল ভেঙে গাড়ি থেকে নেমে তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিন বছরের লিলি-রোজ লোগান উচ্ছ্বাস নিয়ে তার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘হ্যালো, প্রিন্সেস!’
প্রিন্সেস অব ওয়েলস কেট তৎক্ষণাৎ শিশুটির কাছে ছুটে যান। পরে লিলি-রোজ তাকে জিজ্ঞাসা করে, ‘তুমি কী সত্যিই একজন রাজকন্যা?’
কেট এ সময় মিষ্টি হেসে উত্তর দেন, ‘হ্যাঁ, আমি রাজকন্যা!আমি বিশেষভাবে তোমার সঙ্গে
দেখা করতে এসেছি এবং তোমাদের গ্রাম ও এই চমৎকার কারখানাটি ঘুরে দেখতে চেয়েছিলাম’। এরপর লিলি-রোজ তাকে একটি খেলনা কলা উপহার দেন। কিন্তু কেট অমায়িকভাবে সেটি গ্রহণ না করায় আশেপাশের সবাই হেসে ওঠেন। আর তখনই ঘটে যায় ঘটনাটি। কেট ও আশেপাশের সবার ওই কাণ্ডে ছোট্ট শিশুটি লজ্জা পেয়ে যায় এবং কিছুটা কষ্টও পায়। সে তখনই খেলনা কলাটি মাটিতে ফেলে দেয়। তবে কেট সেটি মাটি থেকে তুলে নেন এবং গ্রহণ করে লিলি-রোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তোমার হ্যালো বলার আওয়াজ দূর থেকেই শুনেছি। তাই ভেবেছি, তোমার সঙ্গে দেখা করা দরকার। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল’। এরপর কেট তার ওই ক্ষুদে
ভক্তকে আরও বলেন, ‘তুমি কি জানো, এখানে কী তৈরি হয়? এখানে মোজা ও সোয়েটার বানানো হয়। যখন তুমি বড় হবে, তখন তুমি এখানকার কাজ দেখতে পারবে!এটা সত্যিই অবিশ্বাস্য’। এদিকে ২০২৩ সালের পর এটি ছিল কেট মিডলটনের প্রথম রাজকীয় ‘অ্যাওয়ে ডে’ সফর। তিনি এদিন ‘Ty Hafan Children's Hospice’ও পরিদর্শন করেন। যেখানে অসুস্থ শিশুদের জন্য বিশেষ সেবা দেওয়া হয়। কেটের এই মানবিক ও মমতাময়ী আচরণ আবারও প্রমাণ করল, কেন তিনি ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্যদের একজন। সূত্র: জিও নিউজ
দেখা করতে এসেছি এবং তোমাদের গ্রাম ও এই চমৎকার কারখানাটি ঘুরে দেখতে চেয়েছিলাম’। এরপর লিলি-রোজ তাকে একটি খেলনা কলা উপহার দেন। কিন্তু কেট অমায়িকভাবে সেটি গ্রহণ না করায় আশেপাশের সবাই হেসে ওঠেন। আর তখনই ঘটে যায় ঘটনাটি। কেট ও আশেপাশের সবার ওই কাণ্ডে ছোট্ট শিশুটি লজ্জা পেয়ে যায় এবং কিছুটা কষ্টও পায়। সে তখনই খেলনা কলাটি মাটিতে ফেলে দেয়। তবে কেট সেটি মাটি থেকে তুলে নেন এবং গ্রহণ করে লিলি-রোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তোমার হ্যালো বলার আওয়াজ দূর থেকেই শুনেছি। তাই ভেবেছি, তোমার সঙ্গে দেখা করা দরকার। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল’। এরপর কেট তার ওই ক্ষুদে
ভক্তকে আরও বলেন, ‘তুমি কি জানো, এখানে কী তৈরি হয়? এখানে মোজা ও সোয়েটার বানানো হয়। যখন তুমি বড় হবে, তখন তুমি এখানকার কাজ দেখতে পারবে!এটা সত্যিই অবিশ্বাস্য’। এদিকে ২০২৩ সালের পর এটি ছিল কেট মিডলটনের প্রথম রাজকীয় ‘অ্যাওয়ে ডে’ সফর। তিনি এদিন ‘Ty Hafan Children's Hospice’ও পরিদর্শন করেন। যেখানে অসুস্থ শিশুদের জন্য বিশেষ সেবা দেওয়া হয়। কেটের এই মানবিক ও মমতাময়ী আচরণ আবারও প্রমাণ করল, কেন তিনি ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্যদের একজন। সূত্র: জিও নিউজ