চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি – ইউ এস বাংলা নিউজ




চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৫ 12 ভিউ
জিততে হলে কি তবে সিটিকে আগে গোল হজম করতে হবে? চলতি মৌসুমে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট খুইয়ে বসাটাকে অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। তবে গতকাল হলো উল্টোটা। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে আগেভাগেই গোল হজম করে বসেছিল দলটা। তখন আরও একটা হার চোখরাঙানি দিচ্ছিল ম্যানচেস্টার সিটিকে। তবে এরপরই সিটি লিখল প্রত্যাবর্তনের গল্প। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দলটা উঠে এল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে। ম্যানচেস্টার সিটিতে চলতি দলবদলেই নাম লিখিয়েছেন আবদুকোদির খুসানভ। প্রথম ম্যাচেই তাকে মাঠে নামিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। তবে তার অভিষেকটা হতে রীতিমতো এক দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। শুরুতেই তার এক হাস্যকর ভুলে গোল হজম করে বসে

সিটি। খুসানভের ভুল এখানেই শেষ হয়নি। কয়েক মিনিটের মধ্যেই আরেকটি ভুল করে আরও একটি গোল হজম করানোর পরিস্থিতি তৈরি করেন। সেটি থেকে দলকে রক্ষা করতে গিয়ে হলুদ কার্ড দেখতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত তার ভুলের খেসারত দিতে হয়নি সিটিকে। বিরতির আগে ইয়োস্কো গেভারদিওলের গোলে সমতা ফেরায় সিটি। এরপর দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের দুর্দান্ত গোল চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ২৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪১, যা তাদের আবারও লিগের চতুর্থ স্থানে নিয়ে এসেছে। চেলসি ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয় নম্বরে। লিভারপুল এখনো শীর্ষে রয়েছে ২২

ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে, তাদের পেছনে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। নটিংহাম ফরেস্ট ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গার্দিওলার সাবেক সহকারী চেলসি কোচ এনজো মারেসকা ম্যাচের আগে বলেছিলেন যে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার জন্য কোনো দিনই উপযুক্ত সময় নয়। তবে সিটি তাদের সেরা ছন্দ দেখাতে পারেনি এদিনও। তবুও যতটুকু দেখিয়েছে, সেটি চেলসিকে হারানোর জন্য যথেষ্ট ছিল। ম্যাচে খুসানভ কিছু ভুল শুধরে পরে একটি গোলও বাঁচিয়েছেন, শুরুর স্নায়ুচাপ সামলে ৫৪ মিনিট পর্যন্ত মন্দ খেলেননি। আরেক অভিষিক্ত মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমোউশও অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন। একটি গোল পেয়েও যেতে পারতেন। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ফিল ফোডেন, গেভারদিওল এবং হালান্ডের গোল সিটিকে এনে দেয় স্বস্তির এক জয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান, দাবি তালেবানের রানিং স্টাফরা দাবিতে অনড়, ‘বন্ধ হচ্ছে’ ট্রেন চলাচল সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে প্লে-অফের দৌড়ে রাজশাহীর স্বস্তি বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ডিএমপির ১৩ নির্দেশনা তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে ‘টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না’ সৈকতে ২৪ দিনে ভেসে এলো ৮৪ মৃত বিপন্ন কচ্ছপ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মার্কিন যুবকের আত্মহত্যা ইমরান খানকে সরানোর ‘কারিগর’ ছিলেন ডোনাল্ড লু কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম২৩ বিদ্রোহীরা আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস হুমকির পর ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র পিএসসির অধীনে নিয়োগ পাওয়া ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেশের প্রথম সবুজ ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে সহায়তা দেবে এডিবি ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর