যে পানীয়ে ছেষট্টিতেও তরতাজা নীতু কাপূর – ইউ এস বাংলা নিউজ




যে পানীয়ে ছেষট্টিতেও তরতাজা নীতু কাপূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৯ 69 ভিউ
বয়স যে শুধুই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী নীতু কপূর। ৬৬ বছর বয়সেও তিনি বজায় রেখেছেন তারুণ্য এবং সৌন্দর্যের মাধুর্য। রণবীর কপূর ও আলিয়া ভট্টের কন্যা রাহার ঠাকুমা নীতু কপূরের সৌন্দর্য আজও চর্চার বিষয়। স্বামী ঋষি কপূরের মৃত্যুর পর কিছুটা মানসিক চাপে ভুগলেও, নীতু আবার অভিনয়ের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছেন। দীর্ঘ নয় বছরের বিরতির পর ২০২২ সালে রাজ মেহতার ছবি 'যুগ যুগ জিও'-এর মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন। তার সঙ্গে নজর দিয়েছেন নিজের স্বাস্থ্যের দিকেও। নীতু বরাবরই স্বাস্থ্য সচেতন। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি ভাগ করেছেন এক বিশেষ পানীয়ের ছবি। তার এই স্বাস্থ্যকর পানীয়ের নাম ‘বিটরুট ক্যারট কাঞ্জি’। বিট এবং

গাজর থেকে তৈরি এই ফারমেন্টেড পানীয় অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমে সহায়ক ভূমিকা পালন করে। তবে শুধু কাঞ্জিই নয়, নীতুর ডায়েটেও রয়েছে বিশেষ কিছু উপাদান। বিকেলের দিকে তিনি খান এক চা-চামচ ঘি ও গুড়, সঙ্গে দুধ ছাড়া চা। ঘি শরীরকে স্বাস্থ্যকর ফ্যাট জোগায়, যা ত্বক উজ্জ্বল রাখতে অত্যন্ত কার্যকরী। নীতু কপূরের এই পানীয় স্বাস্থ্যসচেতনদের কাছে অনুপ্রেরণা হতে পারে। বাড়িতেই সহজ উপাদানে বানিয়ে নেওয়া যায় বিট এবং গাজরের কাঞ্জি। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই পানীয়- বিট এবং গাজরের কাঞ্জি বানানোর পদ্ধতি উপকরণ: ২টি গাজর ১টি বড় বিট ১ টেবিল চামচ সাদা সর্ষে ১ টেবিল চামচ গোলমরিচ ১ টেবিল চামচ সাদা তিল সামান্য হলুদ স্বাদমতো লবণ পদ্ধতি: গাজর এবং বিট ধুয়ে লম্বা করে কেটে

নিন। সর্ষে, গোলমরিচ এবং তিল মিক্সিতে গুঁড়ো করে নিন। তাতে মেশান হলুদ এবং নুন। এই মশলাটি গাজর এবং বিটে ভালোভাবে মাখিয়ে নিন। একটি পরিষ্কার কাচের পাত্রে মশলা মাখানো গাজর এবং বিট দিন। এরপর তাতে পানি ভরে ঢাকনা আটকে দিন। পাত্রটি গরম জায়গায় রাখুন। দিনে একবার করে চামচ দিয়ে মিশিয়ে দিন। তিন থেকে চারদিনের মধ্যেই ফারমেন্টেড কাঞ্জি প্রস্তুত হবে। বিট এবং গাজরের রঙ মিশে তৈরি হওয়া এই পানীয় আপনার শরীর ও ত্বকের জন্য দারুণ উপকারী। ছেষট্টি বছর বয়সেও তরতাজা এবং উদ্যমী থাকার রহস্য যদি জানতে চান, তবে নীতু কপূরের এই পানীয় আপনার ডায়েটে যোগ করতেই পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেড় যুগ বন্ধ ৭০ ট্রেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা অপচয় ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান মেক্সিকোতে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ২১ ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে, যা বলছেন পুষ্টিবিদ সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ ফারাক্কা যেন নদী হত্যার মেশিন এনবিআর বিলুপ্তি নিয়ে দুই পক্ষ মুখোমুখি ‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না: তথ্য উপদেষ্টা দাঁড়ায়ে আছি, আমাকে মার বেটা, মার শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয় মাদক-অপকর্মের আখড়া সোহরাওয়ার্দী উদ্যান মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল হারিয়ে যাচ্ছে পারিবারিক গল্পের নাটক বাকৃবিতে পুনরায় গেস্টরুম সংস্কৃতি চালুর অভিযোগ আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক, বিমানের টরন্টো লন্ডন রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের