 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি
 
                                আধুনিক ব্যালাস্টিক হেলমেটে সজ্জিত আরসা সদস্যরাঃ বৈদেশিক শক্তির সহয়তার আভাস
 
                                আসিয়ান সম্মেলনে চীন মুক্ত বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে
 
                                ২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান-
 
                                ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী
 
                                কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
 
                                আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়
গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?
 
                             
                                               
                    
                         ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধাদের হাতে বন্দি হন কারিনা আরিয়েভসহ চার ইসরাইলি তরুণী। শনিবার গাজার জিম্মিদশা থেকে তাদের মুক্তি পাওয়ার কথা। খবর জেরুজালেম পোস্টের।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা আরিয়েভ ২০ বছর বয়সি ইসরাইলি তরুণী। তার জন্ম জেরুজালেমে। ২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাস যোদ্ধাদের হাতে অপহৃত হন, সে সময় ইসরাইলের স্থানীয় একটি স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষিকা ছিলেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলের সরকার এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে। সেই চুক্তির আওতায় মুক্তি পাচ্ছেন কারিনা।
ইসরাইলের সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারিনা প্রতিভাবান একজন বংশীবাদক এবং চারটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। 
তিনি যেকোনো ধাঁধার সমাধানে ব্যাপক দক্ষ। এছাড়াও জটিল সমস্যাকে বেশ চমৎকারভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আছে তার। তার পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, শিশুদের খুব ভালোবাসার কারণে কিন্ডারগার্টেন স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যোগ দেন কারিনা। এছাড়া ভালোবাসেন রান্না করতে, গান গাইতে, নাচ করতে এবং সৃষ্টিশীল লেখালেখি করতে। সিনেমা দেখতেও ভালোবাসেন, বিশেষ করে ভৌতিক সিনেমা। কারিনাকে ৭ অক্টোবর যখন অপহরণ করা হয় তখন তার পরিবারের সদস্যদের আশঙ্কা ছিল যে তিনি বেঁচে আছেন কি না। অপহরণের দু’মাস পর অপর দুই জিম্মি ড্যানিয়েলা গিলবোয়া এবং ডোরোন স্টেইনব্রেচারের সঙ্গে কারিনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস। তখন তার পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে তিনি বেঁচে আছেন। শনিবার কারিনার সঙ্গে
মুক্তি পাচ্ছেন আরও চারজন তরুণী। তারা হলেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০) এবং লিরি অ্যালবাগ (১৯)।
                    
                                                          
                    
                    
                                    তিনি যেকোনো ধাঁধার সমাধানে ব্যাপক দক্ষ। এছাড়াও জটিল সমস্যাকে বেশ চমৎকারভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আছে তার। তার পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, শিশুদের খুব ভালোবাসার কারণে কিন্ডারগার্টেন স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যোগ দেন কারিনা। এছাড়া ভালোবাসেন রান্না করতে, গান গাইতে, নাচ করতে এবং সৃষ্টিশীল লেখালেখি করতে। সিনেমা দেখতেও ভালোবাসেন, বিশেষ করে ভৌতিক সিনেমা। কারিনাকে ৭ অক্টোবর যখন অপহরণ করা হয় তখন তার পরিবারের সদস্যদের আশঙ্কা ছিল যে তিনি বেঁচে আছেন কি না। অপহরণের দু’মাস পর অপর দুই জিম্মি ড্যানিয়েলা গিলবোয়া এবং ডোরোন স্টেইনব্রেচারের সঙ্গে কারিনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস। তখন তার পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে তিনি বেঁচে আছেন। শনিবার কারিনার সঙ্গে
মুক্তি পাচ্ছেন আরও চারজন তরুণী। তারা হলেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০) এবং লিরি অ্যালবাগ (১৯)।



