মেসি নাকি নতুন কেউ? সপ্তাহের সেরা খেলোয়াড় নিয়ে উত্তেজনা তুঙ্গে! – ইউ এস বাংলা নিউজ




মেসি নাকি নতুন কেউ? সপ্তাহের সেরা খেলোয়াড় নিয়ে উত্তেজনা তুঙ্গে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৭ 84 ভিউ
ম্যানচেস্টার সিটির বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। পেপ গার্দিওলার দল সংগ্রাম করছে, আর এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সিটিতে পর্যাপ্ত সুযোগ না পেয়ে গ্রীষ্মকালীন দলবদলে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। তখন তার এই সিদ্ধান্তকে অনেকেই ভুল বললেও, ছয় মাসের মধ্যেই সবার কাছে তার সিদ্ধান্তের যৌক্তিকতা স্পষ্ট হয়ে যায়। সিটিতে নিয়মিত একাদশে জায়গা পেতে লড়াই করলেও, অ্যাথলেটিকোতে এসে তিনি অসাধারণ ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজ এখন পর্যন্ত টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছেন। সর্বশেষ লেভারকুজেনের বিপক্ষে দুই গোল করে দলের ২-১ জয়ে বড় ভূমিকা রাখেন। চলতি মৌসুমে

তিনি ৩১ ম্যাচে ১৬ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন, বিশেষত চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল। লেভারকুজেনের কোচ জাবি আলোনসোও আলভারেজের প্রশংসা করে বলেছেন, “সে বিশ্বসেরাদের একজন এবং অ্যাথলেটিকোর গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার দলবদলের সিদ্ধান্ত ছিল অসাধারণ।” বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে আছে। আলভারেজের আগমনে অ্যাথলেটিকোর পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চলতি সপ্তাহে ‘নির্বাচনের তারিখ’ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া এনসিপিতে কোনো পদ নেই, তবুও পদত্যাগের ঘোষণা নিলা ইসরাফিলের নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় পাঁচজনকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদনে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক (বহিষ্কৃত) ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য (বহিষ্কৃত) ১৩ বছর বয়সী এক কিশোরকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে প্রথম চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরজনকে আটক রাখার আবেদন করা হয় পৃথক আবেদনে। দুটি আবেদনেই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উল্লেখিত আসামিসহ তাঁদের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় বিভিন্ন বাসায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, এই সংঘবদ্ধ দলের সদস্যরা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা আরও কিছু মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে এবং এই সংঘবদ্ধ দলের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য চারজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি আবেদনে লেখেন, মামলার এজাহারে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে মামলার বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা উদ্ধারের জন্যও রিমান্ডে নেওয়া প্রয়োজন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার তাইওয়ানে চীনপন্থী রাজনীতিবিদদের সরানোর প্রচেষ্টা ব্যর্থ, সবাই আসনে বহাল আবারও কারা হেফাজতে মৃত্যু: মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা নান্নুর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের টেলিগ্রাম লীগ: আশীর্বাদ নাকি সর্ববৃহৎ দায়ভার? সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের চেষ্টা, দুই প্রতারক জেলহাজতে যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতা তুষারের বাবাসহ আটক ৬, বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার মাস্ক-হেলমেটে মুখ ঢেকে আওয়ামী লীগের মিছিলে কী করছিলেন জামায়াতকর্মী ও বৈছা নেতা?