
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে

বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির

নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত
চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড?

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। নির্বাচকদের চূড়ান্ত করা এই দলটি আসন্ন ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।
এই স্কোয়াডটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন- ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সালমান আলি আগা, খুশদিল শাহ, কামরান গুলাম, আবরার আহমেদ, সুফিয়ান মাকীম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
এই ১১ জন ছাড়াও স্কোয়াডে আরও অন্তর্ভুক্ত আছেন- তৈয়ব তাহির, মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদি।
পিসিবি সূত্রে জানা গেছে, অলরাউন্ডার ব্যাটার খুশদিল শাহ বর্তমানে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করছেন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। তার দলও টানা ৮ ম্যাচে জিতে এরইমধ্যে কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করেছে। যে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে কোনোরকম বেগ পেতে হয়নি নির্বাচকদের। অন্যদিকে ইনজুরিতে ভোগা সাইম আয়ুবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া শান মাসুদের স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা কম হলেও ইমাম-উল-হকের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেটপ্রেমীরা এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করছেন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। তার দলও টানা ৮ ম্যাচে জিতে এরইমধ্যে কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করেছে। যে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে কোনোরকম বেগ পেতে হয়নি নির্বাচকদের। অন্যদিকে ইনজুরিতে ভোগা সাইম আয়ুবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া শান মাসুদের স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা কম হলেও ইমাম-উল-হকের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেটপ্রেমীরা এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।