ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
অর্ধশত যাত্রী রেখে নির্ধারিত সময়ের আগেই চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার অবরুদ্ধ
নিকলীর বড় হাওরে এখনো আসেনি অতিথি পাখি
ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, লুট সঞ্চয়ের টাকাও
বাউফলে শিক্ষক-সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে জখম
থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভাঙনে বিলীন পথে ফসলি জমিসহ স্থাপনা
থানা থেকে পালালেন সেই ওসি
উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই ওসি ছিলেন।
গতকাল (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।
ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।
২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে।
নাম প্রকাশ
না করার শর্তে উত্তরা পূর্ব থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা থানার সাবেক ওসি ছিলেন এই শাহ আলম। বুধবার রাত সাড়ে ১২টায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যায় শাহ আলম। জানা গেছে, ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। কুষ্টিয়া থেকে গ্রেফতার হন ওসি শাহ আলম। এরপর গতকাল (বুধবার) তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান
ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি। এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে জানার জন্য উত্তরা পূর্ব থানার ওসিকে থানায় গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
না করার শর্তে উত্তরা পূর্ব থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা থানার সাবেক ওসি ছিলেন এই শাহ আলম। বুধবার রাত সাড়ে ১২টায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যায় শাহ আলম। জানা গেছে, ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। কুষ্টিয়া থেকে গ্রেফতার হন ওসি শাহ আলম। এরপর গতকাল (বুধবার) তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান
ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি। এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে জানার জন্য উত্তরা পূর্ব থানার ওসিকে থানায় গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।