অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫ – ইউ এস বাংলা নিউজ




অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৭ 11 ভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলাকালে স্থানীয়দের হামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অভিযান চালালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন বাড়িঘরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে

নিচ্ছিল। এর ফলে সরকার প্রতিনিয়ত বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। প্রকৌশলী বলেন, অভিযানকারী দল ওই এলাকার প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন তুলে ফেলার সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। এ সময় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা, কাঠের টুকরা ও বিভিন্ন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী ও ইমু মিয়াসহ ৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সুরজিত কুমার সাহা। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফেরসৌদ ইসলাম বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে শতাধিক লোকজন একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল না থাকায় হামলাকারীরা এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ

থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনে বিরক্তিকর অপরিচিত নম্বর থেকে কল আসলে যা করবেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বাউফলে শিক্ষক-সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে জখম থানা থেকে পালালেন সেই ওসি হজ ব্যবস্থাপনায় জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি হাবের ‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা বিদ্রোহীদের কৌশলেই ‘এগোচ্ছে’ জান্তা গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের কাবুল-দিল্লি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যা বলল তালেবান ইসরাইলি হামলায় গাজায় নিহত ৪৬ হাজার ছাড়াল লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি টেলিফোনে নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল হলে কী হয়? থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান, বাইরে ককটেল বিস্ফোরণ ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভাঙনে বিলীন পথে ফসলি জমিসহ স্থাপনা চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯