
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ
ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ

নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির হস্তক্ষেপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ৬০০ গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। এ
খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।