ফারুক-ফাহিমের দ্বন্দ্বে মনে ব্যথা পেয়েছেন সুজন – ইউ এস বাংলা নিউজ




ফারুক-ফাহিমের দ্বন্দ্বে মনে ব্যথা পেয়েছেন সুজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ৫:২৬ 82 ভিউ
নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তার সঙ্গে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম। বোর্ডের সেই নতুন দুই সদস্যের দ্বন্দ্বই এবার প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আর এমন খবরে ব্যথিত হয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজন। বোর্ড প্রধানের সঙ্গে মতবিরোধ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফাহিম। যেখানে তিনি বোর্ড থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দেন। মাত্র কয়েক মাসের মধ্যে দুই শীর্ষ বোর্ড কর্তার বিরোধ নিয়ে সিলেটে জানতে চাওয়া হয়েছিল ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের কাছে। যেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন,

‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’ সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’ আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি

কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিতে শুল্ক সুবিধা বাগে আনার চেষ্টা ছাড়া পেলেন ২ জন, টেস্ট নিয়ে অভিযোগ থাকলে বার্ন ইনস্টিটিউটে যোগাযোগের আহ্বান স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের আবেদন আহ্বান ইসির ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের ফেলে যাওয়া ব্যাগ পেয়ে কেঁদে ভাসছেন স্বজন রিমান্ডে নিয়ে প্রকৃত কুশীলবদের বের করে আনাটা গুরুত্বপূর্ণ: মাহিন সরকার টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল জনঅসন্তোষ বাড়ছে মালয়েশিয়ায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা মার্কিনী শুল্কনীতিতে এ বছর কমবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ভাঙনের মুখে নোয়াখালীর প্লাবিত নিম্নাঞ্চলের ঘরবাড়ি ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! চট্টগ্রামসহ ৪ জেলায় ফের বন্যার শঙ্কা বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১ ‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’