ফারুক-ফাহিমের দ্বন্দ্বে মনে ব্যথা পেয়েছেন সুজন

৬ জানুয়ারি, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তার সঙ্গে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম। বোর্ডের সেই নতুন দুই সদস্যের দ্বন্দ্বই এবার প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আর এমন খবরে ব্যথিত হয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজন। বোর্ড প্রধানের সঙ্গে মতবিরোধ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফাহিম। যেখানে তিনি বোর্ড থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দেন। মাত্র কয়েক মাসের মধ্যে দুই শীর্ষ বোর্ড কর্তার বিরোধ নিয়ে সিলেটে জানতে চাওয়া হয়েছিল ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের কাছে। যেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’ সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’ আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’