সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর – ইউ এস বাংলা নিউজ




সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ১১:০১ 104 ভিউ
বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহ (৪৬) কে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করে। দুপুরে পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে

১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে

শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প