সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর – ইউ এস বাংলা নিউজ




সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ১১:০১ 13 ভিউ
বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহ (৪৬) কে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করে। দুপুরে পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে

১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে

শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাসিড রিফ্লাক্স থেকে বাঁচবেন যেভাবে মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩ এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে ‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’ তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত বেড়ে ১২৬ শান্ত কেন উইকেটকিপার, যা বললেন রিশাদ কেন হঠাৎ বাংলাদেশ দল থেকে বিরতি, জবাব দিলেন জাহানারা গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯ মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের ‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’ লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯ নতুন বছর নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস ঘন ঘন হচ্ছে ভূমিকম্প, আগে-পরে কি করণীয়? গাড়ি চলে দেশে টাকা যায় বিদেশে বাজারে পেঁয়াজের দামে বাড়ছে ঝাঁজ খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও গুঞ্জন অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা মানবজাতির সামগ্রিক নিরাপত্তায় ইসলাম