রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি – ইউ এস বাংলা নিউজ




রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪১ 76 ভিউ
পাইকগাছা উপজেলার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষ নদের ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং বাঁকা চরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম। মঙ্গলবার দুপুরে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অখিল কুমার মন্ডল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কপোতাক্ষ নদের ভাঙনে রাড়ুলী এলাকার বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিশেষত জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনগণ বর্ষা

মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে রাড়ুলী পূর্বপাড়া থেকে জেলে পল্লী হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেয়াঘাট পর্যন্ত প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কিছু উন্নয়ন কাজ শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের আগে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে ফোরাম। কপোতাক্ষ নদের খনন কার্যক্রমের ফলে সৃষ্ট জলাবদ্ধতা স্থানীয় কৃষি ও মৎস্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। খননকৃত মাটি অপরিকল্পিতভাবে নদের পাশে রাখার কারণে বাঁকা চরের বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে ৬০০ বিঘা জমি জলাবদ্ধতার কবলে পড়েছে এবং স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ জলাবদ্ধতা নিরসনে

খাল খনন এবং নদের সংযোগস্থলে স্লুইচ গেট নির্মাণের দাবি জানিয়েছে ফোরামের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, এ সমস্যাগুলোর দ্রুত সমাধান করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাড়ুলীর কপোতাক্ষ নদের ভাঙন এবং জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের এই উদ্যোগ এলাকাবাসীর দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা