ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের
রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি
সারাদেশে মধ্যরাত থেকে পড়বে মাঝারি ধরনের কুয়াশা
অতিথি পাখির মধুর কলতানে মুখর তারুয়া বিচ, দর্শনার্থীদের ভিড়
ঘাটাইলে সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান নির্মাণ
বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে
টাকার বিনিময়ে সাজানো ছিল ভোটের ফলাফল, দাবি পরাজিত প্রার্থীদের
২০ দিনেও খোঁজ মেলেনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুমি খাতুনের
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমি খাতুন (২২) নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ২০ দিন পার হলেও এখনো মেলেনি খোঁজ।
এ নিয়ে গত ১৯ ডিসেম্বর সুমির বাবা গঞ্জের আলীর বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি উপজেলার ধানগড়া ইউনিয়নের চক-চান্দাইকোনা (নিশ্চিন্তপুর) গ্রামের আবু বক্কার সরকারের ছেলে আব্দুল হালিম সরকারের সঙ্গে সুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানারকম শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচার করতেন আব্দুল হালিম ও তার পরিবার। ৪ ডিসেম্বর তার হাত-পা বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগও পাওয়া যায়। ইতোপূর্বে সে একাধিকবার মারপিটের শিকার হন। বিষয়টি তার বাবা-মা ও আত্মীয়স্বজনকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি
দেন। সুমি খাতুন একই উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা নতুনপাড়া গ্রামের গঞ্জের আলীর মেয়ে। ৫ ডিসেম্বর সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সুমি খাতুনের স্বামী আব্দুল হালিম সরকার বাদী হয়ে রায়গঞ্জ থানায় গত ৬ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন আলী জানান, যথাযথ তদন্ত করেও মেয়েটির কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে, অচিরেই মেয়েটি উদ্ধার হবে বলে জানান ওই তদন্তকারী কর্মকর্তা। ২০ দিনেও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ উদ্ধার না হওয়ায় সুমি খাতুনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৯ ডিসেম্বর সুমির স্বামী আব্দুল হালিম সরকার (৩০), আব্দুল হালিমের
বাবা আবু বক্কার সরকারসহ ৫ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে র্যাব-১২ তেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছেন এবং তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।
দেন। সুমি খাতুন একই উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা নতুনপাড়া গ্রামের গঞ্জের আলীর মেয়ে। ৫ ডিসেম্বর সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সুমি খাতুনের স্বামী আব্দুল হালিম সরকার বাদী হয়ে রায়গঞ্জ থানায় গত ৬ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন আলী জানান, যথাযথ তদন্ত করেও মেয়েটির কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে, অচিরেই মেয়েটি উদ্ধার হবে বলে জানান ওই তদন্তকারী কর্মকর্তা। ২০ দিনেও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ উদ্ধার না হওয়ায় সুমি খাতুনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৯ ডিসেম্বর সুমির স্বামী আব্দুল হালিম সরকার (৩০), আব্দুল হালিমের
বাবা আবু বক্কার সরকারসহ ৫ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে র্যাব-১২ তেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছেন এবং তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।