ভারতের ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের’ স্মরণীয় দিন – ইউ এস বাংলা নিউজ




ভারতের ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের’ স্মরণীয় দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪৮ 93 ভিউ
ক্রিকেট ইতিহাসের ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক’ মহেন্দ্র সিং ধোনির জন্য আজকের দিনটি স্পেশাল। ২০০৪ সালের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ‘মিস্টার কুল’ খ্যাত ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ভারতকে অধিনায়ক হিসেবে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়ে কিংবদন্তিদের কাতারে চলে যান ধোনি। তার নেতৃত্বে ভারত প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছায়। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ধোনির। অভিষেক ম্যাচে ০ রানে রানআউট হয়ে ফেরেন ভারতীয় এই সফল অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে ৩৫০ ম্যাচে অংশ নিয়ে ১০টি সেঞ্চুরি আর ৭৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৭৭৩ রান করেন ধোনি।

ওয়ানডেতে অভিষেকের ২১ দিন আগে ২০০৪ সালের ২ ডিসেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ধোনির। টেস্টে ৯০ ম্যাচে অংশ নিয়ে ৬টি সেঞ্চুরি আর ৩৩টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৮৭৬ রান করেন তিনি। আর ৯৮টি টি-টোয়েন্টিতে সংগ্রহ করেন দুই ফিফটিতে ১৬১৭ রান। ব্যাট হাতে সফল্যের পাশাপাশি উইকেটের পেছনে বরাবরই সফল ছিলেন ধোনি। ধোনি তার ব্যতিক্রমী উইকেটকিপিং দক্ষতার জন্য বিখ্যাত। টেস্টে ৪৪৪টি ডিসমিসাল ও ৩২১টি ক্যাচ ধরেন, ওয়ানডেতে ২৫৬টি ক্যাচ ধরার পাশাপাশি ৩৮টি স্টাম্পিং করান। টি-টোয়েন্টিতে ৯১টি ডিসমিসাল আর ৫৭টি ক্যাচ ধরেন। ওয়ানডেতে ভারতের হয়ে রেকর্ড ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১০ খেলায় জয় উপহার দেন ধোনি। টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ম্যাচে

নেতৃত্ব দিয়ে ২৭টিতে জয় উপহার দেন ধোনি। তার অধিনায়কত্বে মাত্র ১৮ টেস্টে হারে ভারত। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ভারতের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৭২ ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তার অধিনায়কত্বে ৪১ ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। তার অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ভারত। শুধু জাতীয় দলেই নয়, টি-টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলে ১০ আসরে ফাইনালে নেতৃত্ব দেন ধোনি। তার অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস ৫টি শিরোপা ঘরে জিতে। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্ত্বেও ধোনি আইপিএলে এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পারফর্ম করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ দেশে বিনিয়োগে ধস: থমকে যাওয়া শিল্প খাতের উদ্যোক্তারা হতাশ মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: জান্তা সরকারের ট্রাম্প বন্দনা, সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে জাগো বাহে, কুণ্ঠে সবায়? ২ সপ্তাহ ব্যবধানে বিমানবন্দর থেকে আরও ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভারতের কাছে যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির একচেটিয়া সুযোগ হারালো বাংলাদেশ যে শুদ্ধ রাজনীতির বয়ান দেয় জামায়াত-শিবির, তারা কি তা আদৌ ধারণ করে?