বিয়ের দাবিতে তরুণীর অনশন – ইউ এস বাংলা নিউজ




বিয়ের দাবিতে তরুণীর অনশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৬:১২ 147 ভিউ
কুষ্টিয়া উপ-বিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়ি চালক রাব্বির সাথে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন। রাব্বি আহমেদ ইমরান উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। অনশনকারী তরুণী যমুনা খাতুন (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের সন্তোষ আলীর মেয়ে। তিনি একজন নৃত্য শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। স্থানীয়রা জানান, সকাল বেলা আমরা দেখতে পাই একজন নারী সড়ক অফিসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারি গাড়ি চালক রাব্বির সাথে দুই বছর ধরে

তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই নারী জানান, তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে স্ত্রীর মতো করে। প্রেম হওয়ার পর থেকে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে

রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা টালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা-না হলে আমি আত্মহত্যা করবো। এ বিষয়ে কথা বলার জন্য গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী