ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরে কনকনে শীত, জনজীবন বিপর্যস্ত
রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে দগ্ধ ৫
নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকায় ব্যাপক আতশবাজি
ঢাকায় বায়ুদূষণ: একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
হাজারীবাগে যত্রতত্র পশু জবাই, ঝুঁকিতে জনস্বাস্থ্য
আনার হত্যা মামলা ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল
ডাকাতি পরিকল্পনা এক মাস আগে
দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিল– একজন কিডনি রোগীকে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে ব্যাংকে হানা দেয় তারা।
বৃহস্পতিবার রাতে তিন ডাকাতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ সাঈদ বলেছিলেন, ‘তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসিতে ভুগে এই কাণ্ড ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। পাশাপাশি এ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল বলে তারা জানিয়েছে। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছে, সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে।’ কিডনি রোগীর ব্যাপারে
তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, দৃষ্টি ভিন্ন দিকে নিতে এমন নাটক সাজায় তারা। এখন তারা স্বীকারও করেছেন– প্রথমে কিডনি রোগীকে সহযোগিতায় যে তথ্য দিয়েছিলেন, সেটি বানোয়াট ছিল। মূলত ব্যাংক থেকে টাকা লুট করার তাদের উদ্দেশ্য ছিল। এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিডনি রোগীর যে বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা বলেছিল, তার সত্যতা পাওয়া যায়নি। মাসখানেক ধরে তারা ব্যাংক ডাকাতির ছক কষছিল। ব্যাংক তারা রেকিও করে আসে। ওসি আরও বলেন, মূল পরিকল্পনাকার হলো লিয়ন মোল্লা নীরব। আরাফাত ও সিফাত টোপ দিয়ে এই কাজে সে ব্যবহার করেছে। তাদের মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার কথা ছিল।
তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, দৃষ্টি ভিন্ন দিকে নিতে এমন নাটক সাজায় তারা। এখন তারা স্বীকারও করেছেন– প্রথমে কিডনি রোগীকে সহযোগিতায় যে তথ্য দিয়েছিলেন, সেটি বানোয়াট ছিল। মূলত ব্যাংক থেকে টাকা লুট করার তাদের উদ্দেশ্য ছিল। এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিডনি রোগীর যে বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা বলেছিল, তার সত্যতা পাওয়া যায়নি। মাসখানেক ধরে তারা ব্যাংক ডাকাতির ছক কষছিল। ব্যাংক তারা রেকিও করে আসে। ওসি আরও বলেন, মূল পরিকল্পনাকার হলো লিয়ন মোল্লা নীরব। আরাফাত ও সিফাত টোপ দিয়ে এই কাজে সে ব্যবহার করেছে। তাদের মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার কথা ছিল।