ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ৮:০১ 9 ভিউ
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজের ও পরিবারের সদস্যদের দেশে বিদেশে কোথায় সম্পদ, টাকা আছে তা খুঁজে বের করার চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। খুঁজে না পেলে ইউনূসকে তিনি ছাড়বেন না বলেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার জার্মানির কোলোন শহরে জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্যে এমন মন্তব্য করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, 'চার মাস হয়ে গেছে। আমরা নাকি শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছি। আমি, আমার ছেলে, আমার বোন, বোনের ছেলে নাকি শত শত কোটি টাকা বানিয়েছি। মিলিয়ন মিলিয়ন টাকা নাকি বানালাম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় টাকা নিশ্চয় তারা খুঁজে বের করতে পারবে। ইউনূসের

তো বিশ্বব্যাপী অনেক জায়গায় তার শক্তি, আর বিদেশে তার অনেক সম্পদ, সে খুঁজে বের করুক, একটা জায়গায় দেখাক যে আমরা এই টাকা বানিয়েছি, এইটা করেছি, দেখাক। এইটা যদি না দেখায়- ছাড়ব না।' আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমরা তো পাকিস্তানিদের পরাজিত করেছি। সেই পরাজিত শক্তির গুনগান গাইতে হবে, তাদের সঙ্গে ঘনঘন দেখা, তাদের সঙ্গে যত বন্ধুত্ব। অ‍র্থাৎ পরাজিত শক্তির কাছে আত্মসম‍র্পণ করা। এটা তো বাঙালির চরিত্রে নেই। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই।' আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইউনূস সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'আমাদের বিরুদ্ধে যতই মামলা এর সবগুলো ভূয়া। অপরাধ যে তারা করেছে তার প্রমাণ হলো-

জুলাইয়ের কর্মকাণ্ডের দায়মুক্তি দেওয়া। এর অর্থ হলো- অপরাধ যে তারা করেছে তা স্বীকার করে নেওয়া। যারাই অপরাধ করে থাকুক তাদেরকে দায়মুক্তি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। আর নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে। এরকম অত্যাচার বেশিদিন চলতে পারে না। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সরকারী কর্মকর্তা কর্মচারী তাদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে। আমার নেতাকর্মী যারা কারাগারে তাদেরকে মুক্তি দিতে হবে।' ইউনূস সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হামলা, মামলা, ওদিকে স্বজনপ্রীতি, দু‍র্নীতি করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে। সাধারণ মানুষের একদিকে রক্ত চুষে খেয়েছে, এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের

জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা ছাত্রলীগ করলে পরীক্ষা দিতে পারবে না। এটা কী ধরনের অরাজকতা? কী ধরনের কথা? ১৯৪৮ সালে ছাত্রলীগের জন্ম। এদেশের প্রতিটি গুরুত্বপূ‍র্ণ অ‍র্জনে ছাত্রলীগের নেতাক‍র্মীরা বুকের রক্ত দিয়েছে। আর সেই ছাত্রলীগের উপরে এরা আক্রমণ করেছে, জামাত বিএনপির সন্ত্রাসীরা। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। কে তাদের এই অধিকার দিয়েছে? ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলকারী। সে কি জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে? তার কি অধিকার আছে?? দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা