ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ৮:০১ 66 ভিউ
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজের ও পরিবারের সদস্যদের দেশে বিদেশে কোথায় সম্পদ, টাকা আছে তা খুঁজে বের করার চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। খুঁজে না পেলে ইউনূসকে তিনি ছাড়বেন না বলেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার জার্মানির কোলোন শহরে জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্যে এমন মন্তব্য করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, 'চার মাস হয়ে গেছে। আমরা নাকি শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছি। আমি, আমার ছেলে, আমার বোন, বোনের ছেলে নাকি শত শত কোটি টাকা বানিয়েছি। মিলিয়ন মিলিয়ন টাকা নাকি বানালাম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় টাকা নিশ্চয় তারা খুঁজে বের করতে পারবে। ইউনূসের

তো বিশ্বব্যাপী অনেক জায়গায় তার শক্তি, আর বিদেশে তার অনেক সম্পদ, সে খুঁজে বের করুক, একটা জায়গায় দেখাক যে আমরা এই টাকা বানিয়েছি, এইটা করেছি, দেখাক। এইটা যদি না দেখায়- ছাড়ব না।' আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমরা তো পাকিস্তানিদের পরাজিত করেছি। সেই পরাজিত শক্তির গুনগান গাইতে হবে, তাদের সঙ্গে ঘনঘন দেখা, তাদের সঙ্গে যত বন্ধুত্ব। অ‍র্থাৎ পরাজিত শক্তির কাছে আত্মসম‍র্পণ করা। এটা তো বাঙালির চরিত্রে নেই। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই।' আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইউনূস সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'আমাদের বিরুদ্ধে যতই মামলা এর সবগুলো ভূয়া। অপরাধ যে তারা করেছে তার প্রমাণ হলো-

জুলাইয়ের কর্মকাণ্ডের দায়মুক্তি দেওয়া। এর অর্থ হলো- অপরাধ যে তারা করেছে তা স্বীকার করে নেওয়া। যারাই অপরাধ করে থাকুক তাদেরকে দায়মুক্তি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। আর নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে। এরকম অত্যাচার বেশিদিন চলতে পারে না। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সরকারী কর্মকর্তা কর্মচারী তাদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে। আমার নেতাকর্মী যারা কারাগারে তাদেরকে মুক্তি দিতে হবে।' ইউনূস সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হামলা, মামলা, ওদিকে স্বজনপ্রীতি, দু‍র্নীতি করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে। সাধারণ মানুষের একদিকে রক্ত চুষে খেয়েছে, এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের

জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা ছাত্রলীগ করলে পরীক্ষা দিতে পারবে না। এটা কী ধরনের অরাজকতা? কী ধরনের কথা? ১৯৪৮ সালে ছাত্রলীগের জন্ম। এদেশের প্রতিটি গুরুত্বপূ‍র্ণ অ‍র্জনে ছাত্রলীগের নেতাক‍র্মীরা বুকের রক্ত দিয়েছে। আর সেই ছাত্রলীগের উপরে এরা আক্রমণ করেছে, জামাত বিএনপির সন্ত্রাসীরা। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। কে তাদের এই অধিকার দিয়েছে? ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলকারী। সে কি জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে? তার কি অধিকার আছে?? দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে: ট্রাম্প এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে? ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের