সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি, থানা ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪
     ১১:০৮ অপরাহ্ণ

সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি, থানা ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৮ 133 ভিউ
টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সকল মসজিদে নিষিদ্ধ ঘোষণা এবং সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে জেলা শহরের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে। পরে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন যশোর জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থীগণ। যশোর ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থী আব্দুল মান্নান, রুহুল আমিন, আবু যর বলেন, যশোরে সাদপন্ত্রীরা মার্কাজ মসজিদের পার্শ্ববর্তী তাদের অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে। তারা মার্কাজ মাদরাসার মধ্যে লাঠিসোটা,

দেশীয় অস্ত্রশস্ত্র জমা করতে দেখা গেছে এবং সে রাতেই তারা এগুলো সাথে নিয়ে টঙ্গী ময়দানে যায়। এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িতদের ও হামলার ইন্ধনদাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। যশোরের মার্কাজ মসজিদসহ সকল মসজিদে এই সন্ত্রাসী জামাতকে (সাদপন্ত্রী) নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি। তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে বিতর্কিত মাওলানা সাদ অনুসারীরা শূরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকান্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিস্কার হয়েছে। ইতিপূর্বে ২০১৮ সালের ১লা ডিসেম্বরে তারা এরকম হত্যাকান্ড ঘটিয়েছিল। এর থেকে বুঝাযায়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য

তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং যশোর জেলা মার্কাজ ও মাদরাসাসহ প্রতিটি মসজিদে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাচ্ছি। যশোরে তবলীগ জামায়াত (সাদপন্থী) সূরা এসএম ইয়ামিন রহমান বলেন, পুরাতন কসবার সইদুল ইসলাম মার্কাজ’র পার্শ্ববর্তী ভবনের জমি দান করেন এবং এ জমিতে ভবন নির্মানের অর্থায়ন করেন মিড টাউনের মালিক ওবায়দুল হক। এটা সাদপন্থীদের নিজস্ব ভবন; এটা অবৈধ্য বা দখলকৃত জায়গা নয়। তিনি আরও বলেন, জোবায়েরপন্ত্রীরা মিথ্যা বানোয়াট ও উদ্ভাট কথা বলছে। আমরা নয়; বরং জোবায়েরপন্ত্রী সন্ত্রাসীরা লাঠিসোঠা, অস্ত্র নিয়ে টঙ্গী মাঠ দখল করে রাখে।’ যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে।

সেখানে কথা বলে সকল সমস্যার সমাধান হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস সিইপিজেডে অগ্নিকাণ্ড: আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও, কাজ করছে ১৯টি ইউনিট হামাসকে অস্ত্র ছাড়তে ট্রাম্পের হুঁশিয়ারি: গাজায় শান্তি চুক্তির প্রথম পর্যায় সফল লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? কী ঘটছে প্যাসিফিক জিন্স গ্রুপের কারখানায়? স্থায়ীভাবে বন্ধের হুঁশিয়ারি মালিকপক্ষের সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য বারবার সংবিধান লঙ্ঘন এবং সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে অপরাধী অন্তবর্তী সরকার সানাই: মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এখন প্রচুর টাকা জমছে তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের বিদায়: কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের কল্পলোকের রুপকারের প্রস্থান জুলাই সনদেও রক্ষাকবচ নিশ্চিত হচ্ছে না, তাই সনদের আগেই গণভোটের গ্যারান্টি চায় এনসিপি বিএনপি’র সন্ত্রাস আর ড. ইউনূসের সন্ত্রাস জামাতকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে। জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য ফেরত নেওয়ার নির্দেশ: অর্থায়ন সংকটের ফলে বড় ধাক্কা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখল শিক্ষকদের, বন্ধ রাজধানীর প্রধান সড়ক জাতিসংঘ: গাজা পুনর্গঠনে প্রয়োজন ৭০ বিলিয়ন ডলার ঈশান কোণে মেঘ, প্রবল সাইক্লোন ধেয়ে আসছে…. লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা: ১৪ জন সিনিয়র অফিসারের গ্রেপ্তারের পর জেনারেল ওয়াকার এর অন্তর্ধান নিয়ে সন্দেহের ঘনঘটা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা: আরো ৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য অপেক্ষমান