সীমান্তে তিন যুবকের লাশ, শরীরে নির্যাতনের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




সীমান্তে তিন যুবকের লাশ, শরীরে নির্যাতনের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩৬ 27 ভিউ
যশোরের শার্শা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহে নির্যাতনের চিহ্ন পেয়েছে পুলিশ। আজ বুধবার উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫০), সাবুর আলী (২৮) ও সাকিবুল (২০)। জানা গেছে, আজ সকালে শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত ইউনুচ আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করা হয়। আর পুটখালী সীমান্তের ইছামতী নদীর অপর পাশে নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন সাবু হোসেন। পরে আহত অবস্থায় বাড়ি আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তিনি বেনাপোলের দিঘিরপাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে। এছাড়া শার্শার অগ্রভুলাট সীমান্তের ইছামতি নদী

থেকে সাকিবুল নামে অপর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি চৌগাছার সাদাতপুর গ্রামে। এ সব মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবার ও সীমান্তের একাধিক সূত্র থেকে জানা যায়, নিহতরা মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে। ভারত সীমান্তে পৌঁছানোর পর বিএসএফ তাদের আটক করে নির্যাতন করে। মারধরের শিকার হয়ে বাংলাদেশে আসার পর তাদের মৃত্যু হয়। সাবুর আলীর স্ত্রী হাসিরন বলেন, স্বামী সাবু মাঝেমধ্যে ভারতে যেতেন চোরাচালানের পণ্য আনতে। মঙ্গলবার বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশে রওনা হন। আর আজ ভোর রাতে কিছু লোক বাড়িতে তার লাশ রেখে যান। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস জানান, সকালে খুলনা বিজিবির পাঁচভুলাট

বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১৭/৭এস এর ১০২ আর পিলারের শূন্যরেখা থেকে ৩০ গজের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভাণ্ডারীর মোড় এলাকায় জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিজিবির উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। বিকেলে শার্শার অগ্রভুলাট সীমান্তে ইছামতি নদী থেকে সাকিবুল (২০) নামে আরেকজনের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য দিকে রাত দেড়টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদী সাতরে ভারতের আংরাইল সীমান্তে গরু আনতে যান সাকিবুল। সেখানে বিএসএফের হাতে আটক হন

তিনি। বিএসএফ তাকে মারধর করে বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায়। আহত অবস্থায় নাসিরের আম বাগানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেন। পরে তার মা এবং স্ত্রী সেখানে গিয়ে ভোরে তাকে বাড়িতে আনেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাকিবুল বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে। সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শার্শার পাঁচভুলাট ও অগ্রভুলাট সীমান্তে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধারের পর বাড়িতে আরও একজনের মৃত্যু হয়। আমরা তদন্ত

করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর কারণ জানাতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা