শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও শেখ হাসিনার বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও শেখ হাসিনার বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:১১ 93 ভিউ
শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যেমন শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ অন্যান্য বুদ্ধিজীবী। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে এই নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা মেধাশূন্য করে দিতে চেয়েছিল বাঙালি জাতিকে। বিশেষ করে ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব বরেণ্য বুদ্ধিজীবীকে অপহরণ করা হয় এবং ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে গিয়ে হত্যার পর তাদের লাশ

রায়েরবাজার ও মিরপুরে ফেলে দেওয়া হয়। এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তাঁর এক বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। তিনি বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাহিনীর পরিকল্পনা ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেওয়া, যাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে ধ্বংস করা যায়। কিন্তু তাঁদের সেই পরিকল্পনা সফল হয়নি, কেননা বাঙালি জাতি কখনও মেধার মৃত্যু মেনে নেয়নি এবং নেবে না।” শেখ হাসিনা আরও বলেন, “আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে, আমরা তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হচ্ছি, কিন্তু এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এমন এক সময়ে যখন স্বাধীনতাবিরোধী শক্তি আবারও দেশের জনগণের উপর নিপীড়ন

চালাচ্ছে। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে এবং স্বাধীনতা বিরোধী শক্তির পুনর্বাসন করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা কখনও তাঁদের অপকর্ম মেনে নেব না এবং একত্রিত হয়ে এসব শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।” বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।” শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব বাংলাদেশে কখনোই কমেনি। এটি আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা মুক্তিযুদ্ধের আত্মত্যাগের স্মৃতি মনে করিয়ে দেয় এবং আমাদের দেশের স্বাধীনতা অর্জনে বুদ্ধিজীবীদের অবদানকে সম্মান জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের? আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’ বিশ্ববাজারে বাড়ল ভোজ্যতেলের দাম দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে? পুতিনের মাথার ওপরেই কেন বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর? ‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার