চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:২২ 23 ভিউ
চট্টগ্রামে আয়োজিত বিজয়মেলার স্থান আবার পরিবর্তন হচ্ছে। প্রথমে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজন সারতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নিয়ে আবার সেটিও পরিবর্তন হয়। সবশেষে সিদ্ধান্ত হয়— বিজয় মেলা বসবে কাজির দেউরির সেই ‘পরিত্যক্ত’ শিশু পার্কে। এদিকে, বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পেছানো হয়েছে সময়ও। তাই সেই ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি বলেন, ‘মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজির দেউরির শিশু পার্কের

খালি জায়গায় বসানো হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে বিজয় মেলা বসবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাতদিনব্যাপী হওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে ৯ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে মেলা বসার কথা ছিল। পরে ভ্যেনু পরিবর্তন করে সিআরবিতে নেওয়া হয় তাই সময় একদিন পিছিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু করার কথা ছিল। এখন আবারো স্থান পরিবর্তন হয়ে কাজির দেউরির ‘পরিত্যক্ত’ শিশু পার্কে করা হবে। তাই আবারো

সময় আরো একদিন পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে মেলা বসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের ‘স্বপ্নভঙ্গ’, বিকল্প কী সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র সেই তাহেরীর বিরুদ্ধে পুলিশের মামলা হামাসের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান