বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাগুরসহ বিভিন্ন প্রজাতীয় মাছ – ইউ এস বাংলা নিউজ




বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাগুরসহ বিভিন্ন প্রজাতীয় মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৮ 145 ভিউ
নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় কৈ মাগুর সহ বিভিন্ন প্রজাতীয় মাছ। বদলগাছীর প্রতিটি খাল, বিল ডোবায়, প্রায় সব খানেই পাওয়া যেত কৈ মাগুর, শিং, শোয়াল,আজলা সহ বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতি মাছ। সেখান থেকেই জেলেরা মাছ ধরে বিক্রিয় করত শহর, বন্দরের হাট বাজার গুলোতে। বর্তমানে শহরতো দুরের কথা গ্রাম্য অঞ্চলের হাট বাজার গুলোতেও চোখে পড়ে না ঐসব দেশী মাছ। ফলে দিন দিন ভুলে যেতে হচ্ছে দেশীয় মাছের স্বাদ। বদলগাছী সদরে অবস্থিত ডাংগির বিলের ধারে কয়েক জন জেলের সাথে কথা বলে জানা যায়, এই বিলে ১০ বছর আগেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত অনেক। মাছ ধরে বিক্রয় করে আমরা ছেলে মেয়েদের লেখাপড়া

সহ বিয়েশাদি ও পরিবার চালাতাম। বর্তমানে নিজেরাই দেশীয় মাছের স্বাদ ভুলে যেতে গেছি।কর্মক্ষম হয়ে পড়েছে উপজেলার শত শত জেলে পরিবার। হয়তোবা আগামীর প্রজম্মের কাছে এই সব মাছের কথা রূপ কথার গল্পের মত মনে হবে। ভবিষতে দেশীয় প্রজাতির মাছগুলো সংরক্ষণ না করলে তা এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে।এই মাছগুলো প্রজাতি ধংসের মূল কারন অবাদে ফসলের জমিতে ক্ষতিকর কিটনা প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার এবং বিভিন্ন অজুহাতে এক শ্রেনীর জন প্রতিনিধিরা প্রশাসনিক কর্মকর্তাদের যোগ সাজসে প্রাকৃতিক জলাশয় গুলো ভরাট করে নিজেদের আখের গোছানোর জন্য অযৌক্তিক প্রকল্প বাস্তবায়ন। এই মাছ গুলো বংশ টিকিয়ে রাখতে হলে ভরাটকৃত প্রাকৃতিক জলাশয়গুলো মাছ বসবাসের এবং চলাচলের জন্য উন্মুক্ত

করে দেওয়ারসহ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধসহ মৎস্য আইন কঠোর ভাবে প্রয়োগ করার প্রয়োজন বলে মনে করেন এলাকার স্বচেতন মহলসহ পরিবেশ বাদিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী