ভারতের নামে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাকিস্তানের নালিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪
     ৩:৫৯ অপরাহ্ণ

ভারতের নামে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাকিস্তানের নালিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৩:৫৯ 164 ভিউ
ক্রিকেটের ২২ গজের লড়াই এখন আন্তর্জাতিক কূটনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে রীতিমতো দ্বন্দ্বে জড়িয়েছে ভারত-পাকিস্তান। কোনো সমাধান দিতে পারছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভারতের নামে নালিশ করেছে পাকিস্তান। পূর্বঘোষিত সময় অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেখানে অংশগ্রহণ করার কথা ভারতের। তবে টুর্নামেন্টের যখন ১০০ দিনও বাকি নেই তখন ভারত জানিয়েছে, পাকিস্তানে যাবে না তারা। তাদের চাওয়া নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে দুবাইয়ে খেলার। যা আবার মানতে নারাজ পাকিস্তান। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে

বদ্ধ পরিকর দেশটি। এই অবস্থায় দু’দেশের দ্বন্দ্বের কোনো যৌক্তিক সমাধান দিতে পারছে না আইসিসি। টুর্নামেন্টের সূচিও এখনও চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি। যে কারণে এই আসর এখন মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। আর এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভারতের অবস্থান তুলে ধরে দেশটির নামে নালিশ দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০০৮ সালের পর ভারত রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানে দল পাঠায় না। সামনে চ্যাম্পিয়নস ট্রফি, যেটা বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা। ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এই অবস্থায় তার প্রশ্ন, ‘রাজনীতির সঙ্গে খেলাধুলা মেশানো কি ঠিক হচ্ছে,

আপনারা কী মনে করেন?’ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘খেলাধুলা অবশ্যই একটি শক্তিশালী এবং সংযোগকারী শক্তি। এই দপ্তর সত্যিকার অর্থে ক্রীড়া কূটনীতির ভূমিকাকে অগ্রাধিকার দেয়, যা মানুষকে সংযুক্ত করতে পারে। এটি এমন কিছু যা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন্য অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ।’ প্যাটেল অবশ্য সমাধান দিতে পারেননি। বরং দুই দেশকেই সমঝোতার মধ্যে আসতে বলেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে ভারত–পাকিস্তানই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মধ্যে কথা বলুক। আমরা এর মাঝে প্রবেশ না করি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জুলাই সনদ’ কড়চা এবং অতঃপর … আজ সংবিধান দিবসঃ বাংলাদেশের সংবিধানের পটভূমি বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা রপ্তানি পতন অব্যাহত: অক্টোবরে ৭.৪৩% কমে ৩.৬৩ বিলিয়ন ডলার, আমদানিও নেমে আসছে ধীরে ধীরে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক চীনের দিকে ঝোঁকার কারণে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ইউনূসকে রেফারির ভূমিকায় চায় ধর্মভিত্তিক ৮ দল গাজা এখন ‘মাইনের শহর’ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ ৮টি ‘হাঙর’ সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি