জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা কী, জানালেন মান্না – ইউ এস বাংলা নিউজ




জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা কী, জানালেন মান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ | ৫:০৯ 46 ভিউ
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে জনগণ পরিবর্তন আশা করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না। তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা হলো- গায়ের জোরে গুন্ডামি করে রাজনীতি হয় না। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক যোগদান সভায় এসব কথা বলেন তিনি। মান্না বলেন, জনগণের রায়ের সঙ্গে যদি না যান, তাহলে কোনো আপস না। চাঁদাবাজি, দখলবাজি যারা শুরু করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বানানো মামলা দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো বন্ধ করতে হবে। গায়ের জোরে গুন্ডামি করে রাজনীতি হয় না, এটাই জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা। সংস্কার প্রস্তাবনা ও কমিশনের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমরা

বলেছি, সবার সঙ্গে কথা বলেই সংস্কার প্রস্তাবগুলো করতে হবে। আপনারা প্রস্তাব দেবেন, সবার আলোচনা, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব হবে। আপনি কমিশনের প্রধান নিজের মতো নিজে প্রস্তাব দেবেন, তা হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস নির্বাচন আয়োজন ও সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না উল্লেখ করে মান্না বলেন, ‘আমরা বিশ্বাস করি, উনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে চলে যাবেন। অন্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না।’ তবে সরকার সংস্কার প্রশ্নে যৌক্তিক সময় দিতে হবে জানিয়ে মান্না বলেন, ‘এখন বলছি, যে সময়টা লাগবে তা দিতে হবে। আমরা

কি জানতাম এত বড় একটা অভ্যুত্থান হবে? আমরা জানতাম, দেড় মাস পুলিশ থাকবে না? পুলিশ সংস্কার ছাড়া কীভাবে নির্বাচন করবেন? নির্বাচন কমিশন সংস্কার মানে কী, পুরো নির্বাচন ব্যবস্থারই সংস্কার! তাই এই সরকারকে সময় দিতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশ ব্যর্থ হবে।’ এ সময় তিনি দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘জিনিসের দাম কমেনি। এখন কি সিন্ডিকেট আছে? সমন্বয়কেরাও এখন সরকারকে দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করছে। এখনো কেন কমছে না?’ রাষ্ট্রপতি প্রসঙ্গে মান্না বলেন, ‘প্রেসিডেন্ট আছে, তার কাজ কী? প্রেসিডেন্ট এখন না থাকলে কী হয়? প্রধানমন্ত্রী যা বলবে তাই করবে? তাকে কিছু ক্ষমতা দেন।’ যোগদান অনুষ্ঠানে বরিশাল, যশোর, পটুয়াখালীর বিশিষ্ট

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কামরাঙ্গীরচরসহ ঢাকা মহানগরের বিভিন্ন রাজনৈতিক সংগঠক দলটিতে যোগ দিয়েছেন। যোগদান করা নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যোগদান অনুষ্ঠানে ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে সোনার দাম কমল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে বদলে যেতে পারে ভারতের ইশারায় চলে ক্রিকেট, আইসিসি শুধুই দর্শক অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা জানা গেল ভারতের ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কের’ স্মরণীয় দিন শিল্পকলার সেই লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি ২০২৫ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি ৭৬ দিন মুক্তিযোদ্ধা কানুকে জুতার মালা, ভাইরাল ছবির পেছনের গল্প বিএনপির অফিসে আ. লীগের হামলা, কলারোয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে কুমিল্লার সেই বীর মুক্তিযোদ্ধা ২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয় সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতজুড়ে চলছে অভিযান অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার বিয়ের দাবিতে তরুণীর অনশন বীর প্রতীকের গলায় জুতার মালা দিয়েছে জামায়াতের কর্মীরা