‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের – ইউ এস বাংলা নিউজ




‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১১:২০ 71 ভিউ
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দল। বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের দিল্লি জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। এর আগে ২০১৯ সালের নভেম্বররে এ মাঠেই ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাওয়া বাংলাদেশের একমাত্র জয় এটি। আরও একটি দিল্লি জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল সাকিব আল হাসানের দল। এ মাঠে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সূর্যকুমার যাদবের বিপক্ষে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ২০১৯

সালের ৩ নভেম্বর রোহিত শর্মার ভারতকে হারিয়ে প্রথম দিল্লি জয় করে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। সে ম্যাচে ৪৩ বলের ৬০ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের একমাত্র জয় এটি। গত বছর দ্বিতীয়বারের মতো দিল্লি জয় করে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ পরিচিত হয়ে আছে টাইমড আউট নামে। লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাটিংয়ে নামতে দেরি করেন। তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশের ততৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাথুজকে আউট ঘোষণা করেন আম্পায়াররা। ক্রিকেট ইতিহাসের বিশ্বের প্রথম টাইমড আউটের ঘটনা তুমুল বিতর্ক সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গনে। সাকিবকে সেই টাইমড আউটের বুদ্ধিদাতা নাজমুল হোসেন শান্ত এখন

বাংলাদেশ দলের অধিনায়ক। সে ম্যাচে এই দুজনের জুটিতে ৫৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছিল ১৬৯ রান। দুই উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। আর শান্তর ব্যাট থেকে এসেছিল ৯০ রান। অবশ্য দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতের হারের রেকর্ড বেশি। এ ম্যাচে খেলা তিন টি-টোয়েন্টির দুটিতে হেরেছে ভারত। এর একটি ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। সে হিসিবে দিল্লিতে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। তবে দুদলের পরিসংখ্যানে এগিয়ে ভারতই। এ পর্যন্ত দুদলের মুখোমুখি হয়েছে ১৫ ম্যাচে। এরপর ১৪টিতে জয় পায় ভারত। আর বাংলাদেশের একমাত্র জয় এই দিল্লিতে। প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এ ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

টাইগারদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা নিহত, বিএনপি নেতার বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ বেসামাল নরসিংদীর এসপি টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস গিনির দাপটে ভাতিজা কোটিপতি আন্ডারওয়ার্ল্ডে ধাক্কা পুলিশের, দুই বাহিনী প্রধানসহ গ্রেফতার অর্ধশত রোহিঙ্গাদের সন্ত্রাসী প্রমাণের চেষ্টা সালমান এফ রহমানের দোসর রেশমী এখনো বেপরোয়া ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের ঝরে পড়ছে আমের গুটি ফলন নিয়ে শঙ্কা ভাইরাল সেই ‘খাটের গাড়ি’ ও চালক সম্পর্কে যা জানা গেল দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচন চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ার বাজারে ধস চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত জাজিরায় দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২০ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার তিন বন্ধু মিলে খুন করল আরেক বন্ধুকে মাদকের চালান আটকাতে গিয়ে গাড়ি চাপায় যুবকের মৃত্যু