লেবানন সীমান্তে লড়াইয়ে ২ ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




লেবানন সীমান্তে লড়াইয়ে ২ ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ | ৫:০২ 14 ভিউ
লেবানন সীমান্তে মর্টার হামলায় দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। সোমবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে, যেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ দ্রুত বিস্তৃত হচ্ছে। নিহত সেনারা হলেন- মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) ইতায় আজুলাই (২৫) এবং ওয়ারেন্ট অফিসার (রিজার্ভ) আবিভ মাগেন (৪৩)। আজুলাই পশ্চিম তীরের ওরানিত সীমান্ত বসতির বাসিন্দা। আর মাগেন হেরুতের বাসিন্দা। রোববার সন্ধ্যায় লেবানন সীমান্তের কাছে মর্টার আঘাতে তারা নিহত হন। আইডিএফ জানিয়েছে, আজুলাই ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত মাগেনের মৃত্যু হয় সোমবার সকালে হাসপাতালে। তারা দুজনই আইডিএফ-এর এলিট

ফোর্স ৫৫১৫ কমব্যাট মোবিলিটি ইউনিটের সদস্য ছিলেন। তাদের সঙ্গে থাকা তৃতীয় এক সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে নিহত এই দুই সেনা নিয়ে লেবাননে স্থল অভিযানের সময় থেকে এ পর্যন্ত ১১ জন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত সপ্তাহেই লেবানন আক্রমণের পর হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৯ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৭২৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। যার মধ্যে গাজায় স্থল অভিযানের সময় নিহত হয়েছেন ৩৪৭ জন। ইসরাইল গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে। যার লক্ষ্য হলো সীমান্তবর্তী অঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা। মূলত ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষিতভাবে ঘরে ফিরতে সহায়তা করতে এই

অভিযান চালানো হচ্ছে, বিশেষত লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে। এরই জেরে রোরবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে তৃতীয় ডিভিশন পাঠায়, ইতোমধ্যেই যেখানে দুটি ডিভিশন যুদ্ধরত রয়েছে। এই পদক্ষেপে সেখানে হাজার হাজার নতুন সৈন্য যুক্ত হয়েছে। বর্তমানে লেবাননে প্রায় ১০,০০০ ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে।সূত্র: মিডল ইস্ট আই ও টাইমস ওব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদেশ যাওয়ার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভারতের ভিসা নীতি কি ইউনূস সরকারের ওপর কূটনৈতিক চাপ? সাইফুজ্জামানের সম্পদ জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ সোনার দামে ফের বিশ্ব রেকর্ড সিনওয়ারের মৃত্যুতে যুদ্ধের নতুন পর্ব শুরু: হিজবুল্লাহ ‘থাড’ নিয়ে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল ইরান হিলি বন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা ‘হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন’ সিনওয়ার হত্যা: হামাস-হিজবুল্লাহর শীর্ষ নেতাদের বাকি আছেন কে আক্রমণ চালালে ইসরাইলকে শোচনীয় জবাব দেওয়া হবে: ইরান ইংল্যান্ডকে হারিয়েও বাংলাদেশের নিচে পাকিস্তান এত সহজে কালিমা লাগানো যাবে না: ঋতুপর্ণা পেইন কীভাবে মারা গেলেন, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ সাকিবের দেশে না আসার পেছনে হাসিনা দায়ী: আসিফ নজরুল মাউশি ও অধীনস্থ প্রতিষ্ঠানে ১৭ কোটির অনিয়ম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ‘৭ মার্চ’ বাতিল বিবেচনাপ্রসূত নয় : সাইফুল হক ৭ মার্চের তাৎপর্য অনুধাবনের সীমাবদ্ধতা হবে আত্মঘাতী : রব হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি : নিরব তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির রিভিউ আবেদনে ১০ যুক্তি