লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪
     ৮:১৩ পূর্বাহ্ণ

লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ৮:১৩ 123 ভিউ
রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত তিন ক্যাপ্টেনসহ ৮ জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। বুধবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আটজন সৈন্য নিহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং এ হতাহতের ঘটনা ঘটে। এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট

অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত ৫টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত ৮ সেনার নাম-পরিচয় জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে রয়েছেন- ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার, এলি থেকে। ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট, শোহাম থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট, কোহাভ ইয়ায়ির থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট, বেইত আরিয়েহ থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট, কিরিয়াত আত্তা থেকে। স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয়

ইউনিট, জেরুজালেম থেকে। স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, নেস টজিওনার থেকে। এর মধ্যে ইগোজ কমান্ডোর সদস্যরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন। এর আগে, সকালে ক্যাপ্টেন ইতান ইটজাক অস্টারের মৃত্যুর ঘোষণা দেয় আইডিএফ। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একই ঘটনায় আরও এক কর্মকর্তা ও চার সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া গোলানি রেকন ইউনিটের দুই সেনা একটি পৃথক ঘটনায় নিহত হন, যেখানে আরেকজন সেনা গুরুতর আহত হন। তৃতীয় এক ঘটনায়, গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন যুদ্ধ মেডিক্যাল অফিসার গুরুতর আহত হন। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’ হাসিনার বলিষ্ঠ বার্তা: দায় স্বীকারের সৎ সাহস ও প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা মুখ সামলে কথা বলুন: ইউনুসকে রাজনাথ সিং হেনস্তা ও আইফোন চুরির অভিযোগ, কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা আইনজীবীর ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে চট্টগ্রাম ৮ আসনে রক্তাক্ত সংঘর্ষের ছায়া: নিহত সরোয়ার বাবলার রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন উত্তেজনা শেখ হাসিনার গড়া উন্নয়নের অর্থনীতি আজ সংকটে, ইউনূসের দুর্বল ব্যবস্থাপনায় দিশেহারা ব্যাংকিং খাত ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে ১৮ কোটি ইমেইল হ্যাক বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র ফিরছে অ্যাসিড সন্ত্রাসের পুরোনো আতঙ্ক ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক পপি বীজ কেন নিষিদ্ধ, দেশে কি চাষ হয়, পাকিস্তান থেকে আমদানির কারণ ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান ক্রিকেটাররা বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত ভারতের আপত্তি সত্ত্বেও লালমনিরহাট বিমান ঘাঁটিতে নতুন রাডার স্থাপন করছে বাংলাদেশ চীনা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা; নির্মাণাধীন হ্যাঙ্গারের কাজও প্রায় শেষ পর্যায়ে।