কেন চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ, তাসকিনের জবাব – ইউ এস বাংলা নিউজ




কেন চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ, তাসকিনের জবাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৩ 21 ভিউ
ভারতে টেস্ট সিরিজ শুরুর আগেই বল নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানে কোকাবুরা বলে ইতিহাস গড়লেও ভারতে বাংলাদেশকে খেলতে হচ্ছে এসজি বলে। আর এটাই টেস্টে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে। ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন

বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’ আর ভারত মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ঘরের মাঠকে রীতিমত দুর্গ বানিয়ে রেখেছে তারা। গত এক দশকের নিজেদের মাঠে কেবল ৪ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। সবমিলিয়ে (২০১২ থেকে) ঘরের মাঠে সবশেষ ১৭ সিরিজেই অপরাজিত ভারত। তাই ভারতের শক্তিমত্তার বিষয়টি মনে করিয়ে দিয়ে তাসকিন বলেছেন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’ প্রসঙ্গত, দ্বিতীয় দিন শেষে ভারত এখন ৩০৮ রানে এগিয়ে। দলটির অলরাউন্ডার রবীন্দ্র

জাদেজা বলে দিয়েছেন, তৃতীয় দিনে কমপক্ষে আরও ১২০-১৫০ রান যোগ করতে চান তারা। সেক্ষেত্রে বাংলাদেশের রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কাই বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননে স্থল অভিযানে ত্রিশ কমান্ডারসহ ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত: ইসরায়েল রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ নতুন ভারতের সঙ্গে পুরোনো বাংলাদেশ অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর, পানিতে ডুবে দু’দিনে ৫ মৃত্যু সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ, ১২ প্রস্তাব ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ময়মনসিংহে দুই উপজেলার ৮০ গ্রাম প্লাবিত জেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাবেক মন্ত্রী মান্নান, পাঠানো হলো হাসপাতালে পুরোনোর বদলে নতুন সিন্ডিকেট চাই না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক ‘বিকাশে’ বিমানের ফ্লাইট বেচাকেনা নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা টানা বৃষ্টিতে পাঁচ জেলায় জলাবদ্ধতা, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি