‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা – ইউ এস বাংলা নিউজ




‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৫ 130 ভিউ
‘চাঁদা না দেওয়ায়’ পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতিসহ ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে।ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন।আজ (বুধবার) ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় দুইশ বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আমাদের মার্কেটের

সভাপতি বাবু ভাইয়ের ওপর হামলার পর দুই শতাধিক বিএনপি লোকেরা আমাদের মার্কেটে এসে হামলা চালায়। এরা হাতে ছুরি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে আসে। এরা সদরঘাট থেকে টোকাইদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। বিএনপি নেতা সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, নূর হোসেনসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করে।এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। আশা করি, সব ঠিক হয়ে যাবে। ঘটনায় যারা জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে আমাদের হেফাজতে তিনজন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক টানা ৫ দিন বৃষ্টির আভাস সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের জয় মালয়েশিয়ায় হালাল শোতে বাংলাদেশ, আসিয়ান বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট চার ‘কুতুবের’ হাতে জিম্মি ইআবির নিয়োগ-প্রশাসন ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও আগুন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু আমেরিকার সঙ্গে জোট কখনো এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু