নিউইয়র্কে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা: পাকিস্তানি তরুণ আটক – ইউ এস বাংলা নিউজ




নিউইয়র্কে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা: পাকিস্তানি তরুণ আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১২ 105 ভিউ
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি সীমান্ত পেরিয়ে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বদলা নিতে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। প্রায় ১১ মাস পেরিয়ে গেলে গাজায় ইসরাইলি আগ্রাসন থামেনি। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আগামী ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হবে। ইহুদিদের ওপর হামলা হতে পারে— এমন অভিযোগে এক পাকিস্তানি তরুণকে আটক করেছে কানাডা। মার্কিন বিচার বিভাগের দাবি, নিউইয়র্কে বসবাসরত ইহুদিদের উপর হামলার ছক কষছে ওই পাকিস্তানি তরুণ। গত বুধবার কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা শাহজেব খান নামে ২০ বছর বয়সি এই তরুণকে আটক করেছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা

রয়টার্স। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রসংলগ্ন কানাডার সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ মাইল দূরে কুইবেকের ওর্মসটাউন থেকে আটক করা হয় শাহজেবকে। প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষ থেকে নিউইয়র্ক নগরে ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি এ দিকে শুক্রবার এফবিআইয়ের এক বিবৃতিতে জানিয়েছে, দুই ব্যক্তির সঙ্গে মিলে শাহজেব হামলার ছক করছিলেন। তবে ওই দুই ব্যক্তি যে গোয়েন্দা ছিলেন, তা তিনি বুঝতে পারেননি। শাহজেব হামলার জন্য ওই দুজনকে আধা স্বয়ংক্রিয় রাইফেল, গোলাবারুদ ও ছুরি সংগ্রহ করতে বলেছিলেন। মার্কিন কৌঁসুলিরা বলেছেন, যুক্তরাষ্ট্র সীমান্ত পার করে দেওয়ার জন্য মানব পাচারকারীকেও অর্থ দিয়েছিলেন শাহজেব। আগামী ১৩ সেপ্টেম্বর এই তরুণকে মন্ট্রিয়লের একটি আদালতে হাজির করার কথা

রয়েছে। এদিকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আটক হওয়ায় বেকায়দায় পড়তে পারেন শেহবাজ শরিফ সরকার। প্রতিবেশি দেশ ভারত বিভিন্নসময় সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে আসছে পাকিস্তানের বিরুদ্ধে। এ ঘটনা ভারতকেও ফায়দা দিবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি টিসিবির তালিকা থেকে বাদ পড়লেন বিধবা-প্রতিবন্ধীরা সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় ডাকসুর প্রার্থীরা রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি ০৩ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে প্রকৃতি বিনষ্ট হলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত? নতুন সিনেমায় মৌরী মাহদী এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং চার বছরের জন্য কৌশলগত চুক্তি করল তাস ও সিনহুয়া