২০ মণের কালাচাঁনের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ – ইউ এস বাংলা নিউজ




২০ মণের কালাচাঁনের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৪১ 54 ভিউ
শখ করে দম্পতি দানবাকৃতির ষাঁড়টির নাম দিয়েছেন ‘কালাচাঁন’। দেহের পুরোটাই কালো রঙে আচ্ছন্ন আর মাথায় সাদা মুকুট। দেখতে নাদুস-নুদুস হলেও চোখের চাওনিতে যেন আগুন ঝরে। বাংলায় একটা প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। সাড়ে চার বয়সি কালাচাঁনের বেলাও যেন তাই। যত রাগই উঠুক না কেন আম্বিয়া খাতুন হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে পানি হয়ে যায় সব রাগ। প্রায় ২০ মণ ওজনের কালাচাঁনকে খুব সহজেই পালন করে যাচ্ছেন আম্বিয়া খাতুন ও রেজাউল দম্পতি। রেজাউল দম্পতি কালাচাঁনকে লালন-পালন করলেও তারা গরুটির আসল মালিক নয়। ষাঁড়টির আসল মালিক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের ইউপি সদস্য কামাল উদ্দিন। তার

বাড়ি পাবই গ্রামে। চার বছর আগে শখের বসে ৭৫ হাজার টাকায় ষাঁড় গরুটি কিনেন স্থানীয় বাজার থেকে। ষাঁড়টি কিনে লালন-পালন করতে দেন তার প্রতিবেশী ভাতিজা রেজাউলকে। পরে রেজাউল ও তার স্ত্রী যত্ন সহকারে গরুটিকে বড় করেছেন। সরজমিনে রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরে বেশ কয়েকটি গাভী ও একটি ফ্রিজিয়ান জাতের বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। সেই ঘর পরিষ্কার করছেন আম্বিয়া খাতুন। একটু পরেই বৃষ্টি শুরু হলে সুঠামদেহী গরুটিকে বাহিরে নিয়ে যান তিনি। পরে বৃষ্টির পানিতেই গোসল করায় গরুটিকে। রেজাউল বলেন, ‘আমি কালাচাঁনকে নিয়মিত যত্ন করি। আমার পাশাপাশি পরিবারের সবাই এর প্রতি খেয়াল রাখে। তাকে নিয়মিত গম, ভুষি, খৈল, মাসকলাই ডালসহ ১৫ কেজি

পুষ্টিকর খাদ্য খাওয়াই।’ কালাচাঁনের মালিক কামাল উদ্দিন বলেন, ‘আমি আগে থেকে কৃষি কাজ করতাম। সঙ্গে গরু পালন করার একটা শখ ছিল। ১৯৯৭ সালে প্রথম ইউপি সদস্য হই। তারপরও আমি গরু পালন করি। এ কালাচাঁন আমার খুব পছন্দের একটি গরু। গত কুরবানির ঈদে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে গরুটি নিয়েছিলাম। আশানুরূপ দাম না পাওয়ায় সিদ্ধান্ত নেয়, আগামী ঈদে বিক্রি করবো। বাড়িতে অনেক পাইকার এসেছিল আমি বিক্রি করিনি। আমি কালাচাঁনের দাম চাচ্ছি ৮ লাখ টাকা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী সোশ্যাল মিডিয়া ‘টেস্ট’-এ পাস হলে তবেই মিলবে আমেরিকার ভিসা এসএসসি ও সমমান: কমেছে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ এসএসসি ও সমমান: ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা জুনে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগে শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা? পানি বাড়ছে তিস্তায়, আতঙ্কে নিম্নাঞ্চলবাসী মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ এবার এসএসসিতে জিপিএ-৫ কমল ৪৩ হাজার লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল