১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাত দিন পর মিলল অর্ধগলিত লাশ – ইউ এস বাংলা নিউজ




১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাত দিন পর মিলল অর্ধগলিত লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৪৩ 46 ভিউ
‘তোমার বাবা আমাদের নিকট আটকা আছে। র‌্যাব-পুলিশের সঙ্গে কথা বলে লাভ নাই। তোমার বাবার জীবিত মুখ দেখতে চাইলে ১০ লাখ টাকা দিতে হবে।’ এমন কথাবার্তার একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি ভুক্তভোগীর ছেলে আল-আমিন হোসেনের মোবাইল ফোনে এই মুক্তিপণ দাবি করেন। অবশেষে নিখোঁজের সাত দিন পর শনিবার তাঁর বাবা সিরাজ ফকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদী শহরের রহিমপুর এলাকার একটি চারতলা ভাড়া বাসার টয়লেট থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ ফকির (৬৭) উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। যে বাসা

থেকে মরদেহ উদ্ধার করা হয়, সেই বাড়ির মালিক শরিফুল ইসলাম বুলবুল বলেন, গত ২২ আগস্ট উপজেলার বরইচরা গ্রামের আজিবর রহমানের ছেলে শাহজাহান আলী (২৮) সস্ত্রীক চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ২৭ আগস্ট ফ্ল্যাটে তালা মেরে তারা বাইরে গিয়ে আর ফেরেননি। দু’দিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে তালা ভেঙে বাথরুম থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে আল-আমিন হোসেন বলেন, গত ২৪ আগস্ট রূপপুর প্রকল্প থেকে বাড়ি ফেরার পর আমার বাবা নিখোঁজ হন। ২৬ আগস্ট থানায় জিডি করার পর আমার মোবাইল ফোনে কল করে বাবার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি

করেন এক ব্যক্তি। এসব কথাবার্তা রেকর্ড করে আমি ফেসবুকে দিয়েছিলাম। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব শিগগিরই রহস্য উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরাপত্তায় স্বীকৃতি পেল বিশেষ স্টোরেজ প্রথম দিনই নির্বাহী আদেশের ঝড় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত অন্তত ৬৬ পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল কোটায় ৪১ পেয়ে সুযোগ, মেধায় ৭১ পেয়েও বাদ ‘শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে পুলিশ’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্কো রুবিও অভিশংসন বিচারের মুখে ইউন ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ র‌্যাম্পেও ঝলমলে রুনা খান, রইল ১০ ছবি ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার সেই আলাউদ্দিন নাসিম এখন দুদকের জালে এক্স নিয়ে মাহির ভিডিও পোস্ট! লাখ লাখ ভারতীয় হারাবে মার্কিন নাগরিকত্ব! সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত! হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই: মির্জা ফখরুল