হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৫:১০ 155 ভিউ
পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ছাত্রদল কর্মীরা হলেন—মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অভিযুক্তরা হলেন—উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম জানান, সকালে জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি

পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। আবার ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দিয়েছে। এ ঘটনা নিয়ে মারামারি হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, আহত সিয়াম ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছেন। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন জানান, মারামারির ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর