হাঁস পার্টিতে মিটমাট! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪
     ৮:০২ অপরাহ্ণ

হাঁস পার্টিতে মিটমাট!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ৮:০২ 165 ভিউ
তালাবদ্ধ দোকান থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের ৫ ঘন্টা পর রাতেই মাদক ব্যবসায়ীর আমন্ত্রণে হাস পার্টিতে দারোগা। মামলা না দিয়ে উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত দেখিয়ে জিডির নামে ঘটনা ধামাচাপা দিয়েছে পুলিশ। এতে একদিকে যেমন মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে অপর দিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সচেতন মহলে। বুধবার(৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার মিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার বিকালে সমিরের কাঠের দোকানের ভেতরে বাজারের ব্যাগে মোড়ানো গাঁজা রেখে যায় রানা নামের এক মাদকব্যবসায়ী। আসপাশের লোকজন টেরপেয়ে দোকানে প্রবেশ করে গাঁজা সহ দোকানদার জিজ্ঞাসাবাদ করেন। এসময় সমির স্বীকার করেন মাদকের ব্যাগটি সিএনজি চালক লিটনের কাছে দেওয়ার জন্য রানা

দোকানে রেখে গেছে। ওই ঘটনার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয় স্থানীয়রা। ভয়ে সমির দোকানে তালা দিয়ে পালিয়ে যায়। সোনাইমুড়ী থানার দারোগা মাসুম রানা ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ওই দারোগা তার প্যান্টের পকেট থেকে নতুন তালা বের করে দোকানের দরজায় ঝুঁলিয়ে দেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই রাতেই মাদক ব্যবসায়ী রানা মিয়াপুর গ্রামের একটি ক্লাবের পাশে হাঁস পার্টির আয়োজন করে। রাত দশটার দিকে সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন দারোগা মাসুম রানাসহ সোনাইমুড়ী থানা পুলিশের কয়েকজন সদস্য। পরে সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে ওই দারোগার গাঁজা উদ্ধারের ঘটনা দফারফা হয়। এলাকাবাসী জানায়, গাঁজা

উদ্ধারের ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা জড়িত। মাদক প্রকাশ্যে বেচাকেনায় এলাকার উঠতি বয়সের যুবকেরা বিপদগামী হচ্ছে। এর কারনে এলাকায় চুরি-ডাকাতি ও কিশোরগ্যাং এর উৎপাত বৃদ্ধি পেয়েছে। আর বিকালে মাদক উদ্ধার করা পুলিশ রাতে মাদক ব্যবসায়ীদের সাথে হাঁস পার্টি করেছে। রাতেই পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সমঝোতা হয়েছে। এঘটনায় মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে কথা হয় স্থানীয় খোরশেদ আলম, বাদশাহ মিয়া, মোঃ ইব্রাহিম সহ কয়েকজনের সাথে। তারা জানান, কাঠ মিস্ত্রি সমিরের বাড়ি পার্শ্ববর্তী কুমিল্লা জেলায়। সে গত ৮-১০ বছর থেকে এখানেই ফার্নিচার তৈরীর কাজ করেন। সমিরের দোকানে গাঁজার ব্যাগ রেখে যাওয়া রানা মিয়াপুরের ভূইয়া বাড়ির

মফিজুর রহমানের ছেলে। সমির সহজসরল ও বাইরের জেলার হওয়ায় মাদকব্যবসায়ীরা তাকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের ব্যবসায় ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেন। এছাড়া রাতে মাদকব্যবসায়ীদের হাসপার্টি ও সেখানে পুলিশের উপস্থিতর বিষয়টিও নিশ্চিত করেন তারা। মাদক উদ্ধারের বিষয়ে সোনাইমুড়ী থানার দারোগা মাসুম রানা জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা হয়নি। তবে পরিত্যক্ত স্থান থেকে গাঁজা উদ্ধার দেখিয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তবে হাঁস পার্টির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মাদক উদ্ধারের ঘটনায় মামলা না নিয়ে জিড়ি নেয়া হয়েছে। এবিষয়ে চাটখিল-সোনাইমুড়ীর সার্কেল এসপি নিত্যানন্দ দাসের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, এস আই মাসুমের গাঁজা উদ্ধার ও মামলা

না করে পরিত্যক্ত দেখিয়ে জিডি করার বিষয়ে তিনি কিছু জানেননা। তবে যদি মাদক ব্যবসায়ীদের সাথে হাঁস পার্টির ঘটনার প্রমান থাকে তবে ব্যবস্থা গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি, আইনি এখতিয়ার বহির্ভূত ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’ ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা: পানির নিচে আড়াই হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক শাটডাউন ঠেকাতে ব্যাপক ধরপাকড়: আওয়ামীপন্থিদের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি শ্রীনগরের জঙ্গিদের থেকে জব্দকৃত অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদে বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৯ আইন হয়নি, অথচ আইনের বিচার (!) কলঙ্কজনক অধ্যায়ের রচনা বাজারে সব ধরনের সবজির দাম চড়া শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ মরিয়ম মান্নান ‘নাটক’ ছিল সরকার পতনের ছক নিয়োগই যদি অসাংবিধানিক হয়, রায়ের বৈধতা কোথায়? বিচারপতিদের স্থায়ী নিয়োগ: ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী ত্রিভুজ প্রেমের সম্পর্কের জের, ঢাকায় ২৬ খণ্ড মরদেহ শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী হিরো আলমকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ গাজায় প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কা : ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি! বরিশাল নথুল্লাবাদে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৬০