হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ – ইউ এস বাংলা নিউজ




হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৫:০৪ 11 ভিউ
চাঁদপুরের মতলবে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষার ফুলে ভরে গেছে। মাঠে মাঠে আগাম জাতের সরিষার হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছে এক নতুন সৌন্দর্য্য। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমারহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণকারীরা। বিগত সময়ে সরিষার ফলন ও দাম দুটোই ভাল পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা সরিষা চাষে বেশি ঝুঁকেছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে বারী সরিষা ৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা ৪ ও ৯ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পসহ চরাঞ্চলে সরিষার আবাদ হয়েছে। মাঠের

পর মাঠ দেখা মিলছে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক। উপজেলার বোরচর গ্রামের কৃষক আনিছুর বলেন, এ বছর আমরা প্রচুর পরিমাণে সরিষা আবাদ করেছি। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন পাবো। ষাটনল গ্রামের কৃষক রাজ্জাক মিয়া বলেন, সরিষা চাষে রোপন থেকে শুরু করে পরবর্তীতে বাড়তি তেমন কোনো খরচ নেই। শুধুমাত্র জমিতে সার প্রয়োগ করতে হয়। এতে বাড়তি কোনো সেচও দিতে হয় না। যার ফলে সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি। সরিষার আবাদের সঙ্গে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরণ করা জহির

হোসেন ( মধু মিয়া) বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছেন। উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষে বাম্পার ফলন হবে। কম খরচে সরিষা চাষে অধিক ফলন ও বাজারে দাম ভালো থাকায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৫ বাইক অস্থির চালের বাজার পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাচ্ছেন ক্ষতিপূরণ ভারত জড়িত বললে হবে না, প্রমাণ হাজির করতে হবে বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ ছাত্রলীগের একটি বড় অংশ এক একটি সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছে! নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ ট্রাম্পের খেলা শুরু, মোদীর প্রতিপক্ষ ট্রুডোর বিদায়: ড. ইউনুস কি পরবর্তী টার্গেট? আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা ট্রুডোর পদত্যাগে কানাডাকে ফের ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব ট্রাম্পের ক্যানসার আক্রান্তদের দুর্ভোগ চরমে, কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় কারা?