স্বামীর যে শর্ত মানতেই হয়, ফাঁস করলেন দুবাই ধনীর স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫
     ৫:১০ পূর্বাহ্ণ

স্বামীর যে শর্ত মানতেই হয়, ফাঁস করলেন দুবাই ধনীর স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ৫:১০ 221 ভিউ
দুবাইয়ের এক শীর্ষ ধনীর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিলাসবহুল জীবনযাপনের ঝলক প্রায়ই শেয়ার করেন। চোখ ধাঁধানো পোশাক, ফ্যান্সি গাড়ি ও প্রাসাদের নানা ছবি-ভিডিও দেখিয়ে নেটিজেনদের মন কাড়েন তিনি। তবে সম্প্রতি তিনি একটি ভিডিও প্রকাশ করে জানালেন, এই বিলাসবহুল জীবনের পেছনে রয়েছে কঠোর কিছু শর্ত, যা মেনে চলতে হয় তাকে। সৌদিও ফারাবিয়া নামে পরিচিত এই নারী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওতে তুলে ধরেন কোটিপতি স্বামীর নির্দেশনা ও সীমাবদ্ধতা। তিনি জানান, স্বামীর কয়েকটি কঠোর শর্ত মেনে চলতে হয় তাকে। সবচেয়ে বড় শর্ত হলো কোনো ছেলেকে বন্ধু বানানো যাবে না। এই শর্তটি নিয়ে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, এটা তার জীবনের সবচেয়ে কঠিন নিয়মনীতির মধ্যে

একটি। এছাড়া ব্যাগ এবং জুতার রঙ অবশ্যই একই রকম হতে হবে, যা হয়তো ছোটখাট নিয়ম মনে হলেও তার জন্য তা বাধ্যতামূলক। তিনি আর কোনো পেশাগত কাজও করতে পারেন না, কারণ স্বামী তার সব খরচ বহন করেন, তাই কাজ করার প্রয়োজন নেই। রান্নাবান্না করাও তার কাজের অংশ নয়, কারণ তারা প্রতিদিনই বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করেন। স্বামীর যে শর্ত মানতেই হয়, ফাঁস করলেন দুবাই ধনীর স্ত্রী আরেকটি শর্ত হলো- প্রতিদিন পেশাদার মেকাপ আর্টিস্ট দিয়ে নিজেকে সাজানো। স্বামী চায় তার স্ত্রী সর্বদা পরিপাটি এবং সর্বোচ্চ সৌন্দর্য ধরে রাখুক। ভিডিওর ক্যাপশনে মিস সৌদিও লিখেছেন, আপনারা আমাকে ‘সৌদিরেল্লা’ নামে ডাকতে পারেন, কারণ আমি তার রাজকুমারী। আমার জন্য যেসব কঠোর

শর্ত রয়েছে, সেগুলো আমার কোটিপতি স্বামীর। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই নারীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন, এত বড় আয়েশী জীবনের পেছনে থাকা এসব শর্ত শোনার পর বোঝা যায়, অর্থের লোভে স্বাধীনতা হারানো কত বড় দাম দিয়ে আসতে হয়। অনেকেই মন্তব্য করেছেন, কোনো অর্থ সুখ কিনতে পারে না। তবে অর্থ ছাড়া সুখী থাকার চেয়ে অর্থসহ সুখী থাকা ভালো। আবার কেউ লিখেছেন, আপনার স্বামী আপনাকে নিয়ন্ত্রণ করছেন, আপনাকে বিশ্বাস করেন না এবং আপনাকে একটি পূর্ণ জীবন উপভোগ করতে দিচ্ছেন না। স্বামীর যে শর্ত মানতেই হয়, ফাঁস করলেন দুবাই ধনীর স্ত্রী আরেকজন মন্তব্য করেছেন, দেখে মনে হচ্ছে তিনি

আপনার মুখের হাসি কিনে দিতে পারছেন না। এইসব প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, নেটিজেনরা শুধু আয়েশী জীবনের নয়, মানসিক ও আবেগিক স্বাধীনতার কথাও ভাবছেন। বিশ্লেষকরা বলছেন, এই ভিডিও সামাজিক মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে, যেখানে আধুনিক বিলাসবহুল জীবনের সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা ও দমনের বিষয় উঠে এসেছে। একদিকে যেখানে অর্থের চমকপ্রদ উপস্থিতি, সেখানে ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা কতটা মূল্যবান তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিশেষে, মিস সৌদিওর এই ভিডিও সমকালীন সমাজে বিতর্ক ও চিন্তার নতুন দিক উন্মোচন করেছে, যা অর্থ এবং স্বাধীনতার সম্পর্ককে নতুন করে পর্যালোচনার সুযোগ করে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ এ. কে. খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক অবৈধ তফসিল মানি না, মানবো না। চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ: ইউনুস-সেনাপ্রধান দ্বন্দ্বে শাসনব্যবস্থা অচল, কৌশলগত অবস্থানে ভারত রাজনৈতিক হাতিয়ার হিসেবে মবসন্ত্রাসের নগ্ন নৃত্য চলছে: আ.লীগ জানাজার ভিড় কি জান্নাতের মানদণ্ড? ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভ্রান্ত ধারণার অপনোদন প্রেস সচিবের উস্কানি ও সরকারের চরম ব্যর্থতা: ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গণমাধ্যম সাংবাদিক ও প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ১০ দেশের তীব্র নিন্দা অবৈধ ইউনুস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে “আমি বিএনপি চাই না জামায়াতও চাই না, আওয়ামী লীগ না থাকলে আমি ভোট দিবো না” – জনতার কথা ‘দায়মুক্তি’ শীর্ষক লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত কেউ বাংলাদেশে পয়দা হয়নাই, আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে” –জনতার কন্ঠ অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের কফিনে বাংলাদেশের পতাকা নেই না ফেরার দেশে বাংলাদেশের জন্মের অন্যতম সাক্ষী ও বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার, বীর উত্তম কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র