স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির – ইউ এস বাংলা নিউজ




স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ 33 ভিউ
আওয়ামী লীগ স্বাধীনতার অর্জনকে পারিবারিক সম্পদে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কেন স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি– এ প্রশ্নও তুলেছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করলেও এবার বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করেছে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারা জামায়াত। শফিকুর রহমান বলেন, বুকের রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে, সে জাতি আর কাউকে তা ছিনতাই

করতে দেবে না। ধৈর্যের সঙ্গে বাংলাদেশ গঠনে অবদান রাখতে সবাইকে অনুরোধ জানাই। কাউকে যেন অস্থিরতায় পেয়ে না বসে। সাড়ে ১৫ বছরের আবর্জনা, জঞ্জাল পরিষ্কার করতে হবে। মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় র্যারলি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। উত্তরায় বিজয় র‌্যালি ঢাকা মহানগর উত্তর জামায়াত সোমবার সকালে উত্তরার জমজম টাওয়ার থেকে আজমপুর পর্যন্ত বিজয় র‌্যালি করেছে। র্যাতলি-পরবর্তী সমাবেশে উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের রাজাকার তকমা দিতে ছাড়েনি।

জিয়াউর রহমানকেও রাজাকার বলেছে। শিবিরের বিজয় র‌্যালি ও আলোচনা সভা গতকাল পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিজয় দিবসের র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া বিকেলে ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ : আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। ঢাবির অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন, এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সভায় ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক

আলী আহসান জুনায়েদ প্রমুখ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ বেক্সিমকো কারখানা খোলার দাবিতে শ্রমিকদের ভাঙচুর-আগুন ২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন খুলনার বাঘদের বশ মানিয়ে জয়ের হ্যাটট্রিক বরিশালের বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির রাজশাহীতে ফুটছে আমের মুকুল, ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কা চাষিদের অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ মোদী-ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার মাথার মূল্য এক কোটি টাকা! ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস