স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির – ইউ এস বাংলা নিউজ




স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ 41 ভিউ
আওয়ামী লীগ স্বাধীনতার অর্জনকে পারিবারিক সম্পদে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কেন স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি– এ প্রশ্নও তুলেছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করলেও এবার বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করেছে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারা জামায়াত। শফিকুর রহমান বলেন, বুকের রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে, সে জাতি আর কাউকে তা ছিনতাই

করতে দেবে না। ধৈর্যের সঙ্গে বাংলাদেশ গঠনে অবদান রাখতে সবাইকে অনুরোধ জানাই। কাউকে যেন অস্থিরতায় পেয়ে না বসে। সাড়ে ১৫ বছরের আবর্জনা, জঞ্জাল পরিষ্কার করতে হবে। মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় র্যারলি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। উত্তরায় বিজয় র‌্যালি ঢাকা মহানগর উত্তর জামায়াত সোমবার সকালে উত্তরার জমজম টাওয়ার থেকে আজমপুর পর্যন্ত বিজয় র‌্যালি করেছে। র্যাতলি-পরবর্তী সমাবেশে উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের রাজাকার তকমা দিতে ছাড়েনি।

জিয়াউর রহমানকেও রাজাকার বলেছে। শিবিরের বিজয় র‌্যালি ও আলোচনা সভা গতকাল পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিজয় দিবসের র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া বিকেলে ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ : আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। ঢাবির অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন, এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সভায় ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক

আলী আহসান জুনায়েদ প্রমুখ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতে ঘুম আসছে না? জেনে নিন সহজ পদ্ধতি আজকের খেলা: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুয়ো শুনে নেইমারের অবিশ্বাস্য গোল, উদযাপনে ফেরালেন রোনাল্ডোকে পাকিস্তানকে ধসিয়ে দেবেন কোহলি, আগেই বাবরদের সতর্ক করে দিয়েছিলেন তিনি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস জার্মানির নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থিরা এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না? রাজধানীতে বায়ুদূষণ কমাতে নামছে বৈদ্যুতিক বাস অর্থনীতি ও ব্যাংক খাত ‘ধ্বংসের’ খলনায়ক তিন গভর্নর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী ‘বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট কারা কীভাবে ব্যয় করেছে, নিশ্চিত করতে পারছে না কেউ পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতা ও স্বজনরা ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড-জলকামান উৎপাদন বন্ধ, সম্পত্তি নিলামে তবু ৬ দিনে শেয়ারদর বেড়েছে ৭৫%