সুইডেনে লাগামহীন দ্রব্যমূল্য, সুপারশপ বয়কটের হিড়িক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫
     ৫:৪৭ অপরাহ্ণ

সুইডেনে লাগামহীন দ্রব্যমূল্য, সুপারশপ বয়কটের হিড়িক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ | ৫:৪৭ 102 ভিউ
খাদ্যপণ্যের আকাশছোঁয়া দামের প্রতিবাদে সুইডেনের হাজার হাজার ভোক্তা প্রধান প্রধান সুপারশপগুলো বয়কট করছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে একটি পরিবারের খাদ্যপণ্যের পেছনে খরচ প্রায় ৩০ হাজার ক্রোনার পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রচারণার ফলে অভূতপূর্ব এ পদক্ষেপ ব্যাপক গতি পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘১২ সপ্তাহের বয়কট’—নামে পরিচিত এই প্রতিবাদের প্রাথমিক ঢেউয়ে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। সাধারণ ক্রেতারা লিডল, হেমকপ, আইকা, কো-অপ এবং উইলসের মতো প্রধান খুচরা বিক্রেতা সুপারশপগুলো এড়িয়ে যাচ্ছেন। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এ প্রচারণা ব্যাপক গতি পেয়েছে। মের্কেল ডেমির নামে ২১ বছর বয়সি এক শিক্ষার্থী স্টকহোম সেন্ট্রাল স্টেশনের

বাইরে একটি কো-অপ স্টোরের সামনে দাঁড়িয়ে হতাশা ব্যক্ত করে বলেন, অবশ্যই দাম বেড়েছে। আমি সাধারণত চিপস ও চকলেট কিনি এবং সেগুলোর দাম অনেক বেড়েছে। সম্প্রতি চকলেটের দাম বেড়েছে। আর গত বছর ধরে চিপসের দাম বাড়ছে। সুইডেনের পরিসংখ্যান দপ্তরের হিসাব অনুসারে, কফির দাম শিগগিরই ১০০ ক্রোনার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে, যা গত বছরের শুরুর দিকের তুলনায় ২৫ শতাংশ বেশি বৃদ্ধি। মূল্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যাটপ্রিসকোলেনের তথ্য অনুযায়ী, গত মাসে চকলেটের দাম সবচেয়ে ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে, এর পরেই আছে রান্নার তেল (৭ দশমিক ২ শতাংশ) এবং পনির (৬ দশমিক ৪ শতাংশ)। বিক্ষোভকারীরা ক্রমবর্ধমান এ ব্যয়ের জন্য সুপারমার্কেট এবং বৃহৎ উৎপাদকদের ‘অলিগোপলিকে’

(মুষ্টিমেয় ব্যবসায়ীর কর্তৃত্ব) দায়ী করছেন। তাদের অভিযোগ, এসব ব্যবসায়ী মুনাফাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিপরীতে, সুপারমার্কেটগুলো ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ক্রমবর্ধমান পণ্যের দাম বৃদ্ধি, ফসলের ফলন এবং জলবায়ু জরুরি অবস্থার মতো একাধিক বৈশ্বিক কারণকে এর জন্য দায়ী করছে। সুইডেনের এ বয়কট ইউরোপের অন্যান্য দেশেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে হওয়া অনুরূপ আন্দোলনের প্রতিচ্ছবি। গত মাসে বুলগেরিয়ার ক্রেতারা প্রধান খুচরা বিক্রেতাদের বয়কট করেছিলেন, যার ফলে তাদের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছিল বলে জানা গেছে। এ বছরের শুরুতে ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো এবং সার্বিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের বয়কটের কার্যকারিতা নিয়ে কিছু সন্দেহ থাকলেও, আয়োজকেরা তাদের প্রচেষ্টা জোরদার করছেন। এই আন্দোলনের এক

মুখপাত্র ফিলিপ্পা লিন্ড সুইডেনের বৃহত্তম মুদি দোকান আইকা এবং দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আরলার বিরুদ্ধে তিন সপ্তাহের বয়কটের পরিকল্পনা ঘোষণা করেছেন। ভবিষ্যতে আরও কোম্পানিকে এই বয়কট তালিকায় যুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। লিন্ড জোর দিয়ে বলেন, রাজনীতিবিদদের হস্তক্ষেপ করা উচিত এবং মুদি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার অভাবে সৃষ্ট উচ্চ মূল্য নির্ধারণকারী এই অলিগোপলি ভেঙে দেওয়া উচিত। এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও প্রবেশ করেছে। সোশ্যাল ডেমোক্র্যাট দলের অর্থনৈতিক মুখপাত্র মাইকেল ড্যামবার্গ মধ্য-ডানপন্থী সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ করে পার্লামেন্টে বলেন, আজ সুইডেনে সাধারণ পরিবারগুলো তাদের সঞ্চয় শেষ করে ফেলেছে এবং দৈনন্দিন জীবন চালানোর জন্য ঋণ নিচ্ছে। অর্থমন্ত্রী এলিসাবেথ সোয়ানটেসন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামগ্রিক মুদ্রাস্ফীতি ১ দশমিক ৩

শতাংশে নেমে এলেও খাদ্যের উচ্চমূল্যের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছেন তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। খাদ্যপণ্যের দামের বিষয়ে আমরা কী করতে পারি, তা দেখাটাও এখন জরুরি। গ্রামীণ বিষয়ক মন্ত্রী পিটার কুলগ্রেন মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক কারণগুলোকে দায়ী করেছেন, তবে বাণিজ্যের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। তিনি খাদ্য শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছেন এবং এই সমস্যা সমাধানে আরও পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা। একাত্তরে তাঁদের সাহস, দৃঢ়তা আর সংকল্প আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে ৭১–কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনুস সরকার: কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ বাংলাদেশকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না”: শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে কড়া সমালোচনা পেঁয়াজের দাম দ্বিগুণ, ইউনুস সরকার নিখোঁজ ১৯৭১, নীলফামারীর গোলাহাট গণহত্যা PBI Findings: 56% of July–August 2024 Cases Were “False & Baseless” ‘৭১ এর রণাঙ্গনের ৩ জন বীর নারী মুক্তিযোদ্ধা। জনগণের ঘাড়ে নতুন করে চাপছে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ববাদী খড়্গ