
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয়

বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ

গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পরাকে নিজের অপূর্ণতা মানছেন হান্নান

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। কোচিংয়ে ফিরতে বিসিবির নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ৮ বছর ৮ মাস বিভিন্ন পর্যায়ে বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান সরকারের অধীনে সাফল্য যেমন এসেছে; তেমনটি যেতে হয়েছে ব্যর্থতার মধ্যে দিয়েও।
সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে স্মরণীয় ঘটনা কি। কোনো আক্ষেপ বা অপূর্ণতা আছে কিনা; রোববার এসব জানতে চাওয়া হয় হান্নানের কাছে। যার উত্তরে ক্যারিয়ারের অপূর্ণতার হিসেবে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট প্রসঙ্গ সামনে এনেছেন তিনি।
হান্নান বলেন, ‘স্মরণীয় ঘটনা আসলে সাকিবের অবসরটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেত। কারণ সে (সাকিবের
বিদায়ী সিরিজের) ঘোষণাটা আমার মুখ থেকেই এসেছিল, যে দলে ছিল। তারপর সাকিবের দেশে আসতে না পারা, সে জায়গাটা মেলেনি আরকি। আমি ঘোষণা করলাম সাকিব দলে আছে, এসে রিটায়ার্ড করতে পারেনি। সেটা একটা অপূর্ণতা থেকে যায় সিলেকশনের জায়গা থেকে।’ কেন হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান। সেই প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবত বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে
বা এসসিএল।’
বিদায়ী সিরিজের) ঘোষণাটা আমার মুখ থেকেই এসেছিল, যে দলে ছিল। তারপর সাকিবের দেশে আসতে না পারা, সে জায়গাটা মেলেনি আরকি। আমি ঘোষণা করলাম সাকিব দলে আছে, এসে রিটায়ার্ড করতে পারেনি। সেটা একটা অপূর্ণতা থেকে যায় সিলেকশনের জায়গা থেকে।’ কেন হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান। সেই প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবত বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে
বা এসসিএল।’