সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪২ পূর্বাহ্ণ

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪২ 41 ভিউ
কিশোর বয়সে জঙ্গলে ঘুরতে গিয়ে টিকের (এঁটুলি) কামড়ে লাইম রোগে আক্রান্ত হন ফ্রান্সের তরুণ কিলিয়ান ল্যু গিয়াদে। এরপর টানা প্রায় তিন বছর ধরে ভুগতে হয় গুরুতর অসুস্থতায়। সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়—এমন অবস্থায় পৌঁছেছিলেন যে, দৈনন্দিন সাধারণ কাজ করার মতো শারীরিক শক্তিও হারিয়ে ফেলেন। এই কঠিন অভিজ্ঞতাই তাকে লাইম রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সেই সচেতনতামূলক লক্ষ্যকে সামনে রেখেই লালন করেন আরেকটি বড় স্বপ্ন—ঐতিহাসিক ‘সিল্ক রোড’ ধরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার। নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতেই সাইকেলে চড়ে যাত্রা শুরু করেন কিলিয়ান। ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চলের শহর রেন থেকে রওনা

দিয়ে তিনি পাড়ি জমাতে থাকেন দূরবর্তী চীনের উদ্দেশে। সিল্ক রোডের ঐতিহাসিক পথ ধরে এগিয়ে যেতে থাকেন কিলিয়ান। চীনে পৌঁছাতে কয়েক মাসের যাত্রায় তিনি একে একে অতিক্রম করেন ৩০টিরও বেশি দেশ। প্রায় ১৮ হাজার কিলোমিটার দীর্ঘ এই অভিযাত্রা ছিল কেবল ভ্রমণ নয়; পথে পথে তিনি ছড়িয়ে দিয়েছেন লাইম রোগ সম্পর্কে সচেতনতার বার্তা ও আশার আলো। যেখানেই থেমেছেন, সেখানকার মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই রোগের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের গল্প। কিলিয়ান তার এই দীর্ঘ যাত্রাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তাঁর কাছে এটি কেবল এক সফর নয়, বরং জীবনের সবচেয়ে বড় অর্জন। এই অর্জন তিনি উৎসর্গ করেছেন লাইম রোগের মতো দীর্ঘমেয়াদি

অসুখে ভোগা সব মানুষের প্রতি, যাঁরা প্রতিদিন নীরবে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। লাইম রোগের সঙ্গে তিন বছর ধরে লড়াই চালিয়েছেন কিলিয়ান। এই তরুণ আশাবাদ ব্যক্ত করেন, তাঁর জীবনের গল্প অন্যদের অনুপ্রাণিত করবে এবং কঠিন অসুখের সঙ্গে লড়াই করা মানুষদের মনে নতুন করে সাহস জাগাবে। ২০২৩ সালে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন কিলিয়ান। এরপর নিজের স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে দীর্ঘ আট মাস ধরে তহবিল সংগ্রহে মনোনিবেশ করেন, যাতে নির্বিঘ্নে যাত্রাপথে এগিয়ে যেতে পারেন। সড়কপথে ইউরোপ পেরিয়ে এশিয়ায় পৌঁছানোর এই দীর্ঘ অভিযাত্রায় কিলিয়ান প্রায় ১০ হাজার কিলোমিটার পথ একাই সাইকেল চালান। যাত্রাপথে তুরস্ক ও জর্জিয়ায় তাঁর এক বন্ধু কিছুটা পথের জন্য সঙ্গী হলেও

এরপর আবার একা পথচলা শুরু করেন তিনি। অবশেষে সেই একাকী দৃঢ় যাত্রার পরিণতিতেই তিনি পৌঁছে যান চীনে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প