সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৭ 17 ভিউ
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ৫ আগস্ট রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে তাকে না পেয়ে তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়। জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য পরিচিত। ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। শাহাদাত হোসেন তখন বাড়িতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। একইসঙ্গে বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায় তারা। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শাহাদাত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। এই হামলা আমার স্বাধীন সাংবাদিকতা ও সাহসিকতাকে দমিয়ে রাখার জন্য করা হয়েছে।” মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সাংবাদিক সমিতির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা