সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৭ 87 ভিউ
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ৫ আগস্ট রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে তাকে না পেয়ে তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়। জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য পরিচিত। ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। শাহাদাত হোসেন তখন বাড়িতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। একইসঙ্গে বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায় তারা। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শাহাদাত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। এই হামলা আমার স্বাধীন সাংবাদিকতা ও সাহসিকতাকে দমিয়ে রাখার জন্য করা হয়েছে।” মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সাংবাদিক সমিতির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড় বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশ ব্যাক অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির নতুন সিনেমায় রুনা খান ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার