সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৭ 33 ভিউ
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ৫ আগস্ট রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে তাকে না পেয়ে তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়। জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য পরিচিত। ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। শাহাদাত হোসেন তখন বাড়িতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। একইসঙ্গে বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায় তারা। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শাহাদাত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। এই হামলা আমার স্বাধীন সাংবাদিকতা ও সাহসিকতাকে দমিয়ে রাখার জন্য করা হয়েছে।” মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সাংবাদিক সমিতির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ মোদী-ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার মাথার মূল্য এক কোটি টাকা! ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস ‘কাওসার’ উপগ্রহের নতুন সংস্করণ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান পুতিনের সঙ্গে ‘খুব শিগগিরই’ যোগাযোগ করবেন ট্রাম্প ‘রিমান্ড তো মাত্র শুরু হয়েছে’ তেল আবিবে ছুরিকাঘাতে আহত ৪, হামলাকারী নিহত সমালোচনার মুখে ওষুধ-ইন্টারনেটসহ ৪ ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী নিরাপত্তায় স্বীকৃতি পেল বিশেষ স্টোরেজ প্রথম দিনই নির্বাহী আদেশের ঝড় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত অন্তত ৬৬