সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৭ 55 ভিউ
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ৫ আগস্ট রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে তাকে না পেয়ে তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়। জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য পরিচিত। ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। শাহাদাত হোসেন তখন বাড়িতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। একইসঙ্গে বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায় তারা। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শাহাদাত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। এই হামলা আমার স্বাধীন সাংবাদিকতা ও সাহসিকতাকে দমিয়ে রাখার জন্য করা হয়েছে।” মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সাংবাদিক সমিতির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি কিউবা মিচেল সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে বেনিনে ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি আল কায়েদার ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট জব্দের আদেশ মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা নিয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ দাবি ওয়াশিংটনের ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা ইরানের ‘অতিগোপন’ কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অস্ত্র মজুদ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান ‘সাহসী’ দৃশ্যে অভিনয় করতে পেরে আপ্লুত শ্রাবন্তী এমন হতশ্রী খেলা ভবিষ্যতে বিটিভিও দেখাবে তো? সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে সীমা সাজদেহের জীবন