সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:০৫ পূর্বাহ্ণ

সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৫ 138 ভিউ
মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকের ভাগ্য আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৮৬৯ জনকে নেওয়ার কথা থাকলেও চাহিদাপত্র না আসায় প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন—এই জটিলতার পেছনে রয়েছে সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট, যারা দুই দেশের অসাধু এজেন্সির সঙ্গে যোগসাজশে শ্রমিকদের জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের ফাঁদে শ্রমিক প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার কোম্পানিগুলো সাধারণত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি থেকে নির্ধারিত টাকা নেয়। এবার সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরাসরি কর্মী পাঠাতে চাইলে সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট চাপ সৃষ্টি করে পুরো প্রক্রিয়া জটিল করেছে। এজেন্সিগুলো সরকারে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকায় তারা কার্যত বাজার নিয়ন্ত্রণ

করছে। বোয়েসেলের নির্বাহী পরিচালক শওকত আলীও স্বীকার করেছেন—বাংলাদেশে তালিকাভুক্ত ১০০ এজেন্সি চাচ্ছে না বোয়েসেল কর্মী পাঠাক। মালয়েশিয়ার নিয়োগদাতারাও এজেন্সির সঙ্গে মিলে বাধা দিচ্ছে। এতে প্রমাণিত হয়, শ্রমবাজারের স্বার্থরক্ষার নামে আসলে সরকারঘনিষ্ঠ মহলই এজেন্সি সিন্ডিকেটকে শক্তিশালী করেছে। নতুনভাবে যুক্ত: রাজনৈতিক প্রভাব শ্রমবাজার সংশ্লিষ্টরা আরও বলছেন, সম্প্রতি এ সিন্ডিকেটের সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কিছু নেতাকর্মীও যুক্ত হয়েছেন। তাদের মাধ্যমে মালয়েশিয়া প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে। ফলে কেবল সরকারঘনিষ্ঠ এজেন্সিই নয়, বিরোধী ঘরানার এই অংশটিও শ্রমিক পাঠানোকে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার বানাতে চাইছে। এতে প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক, হজ এজেন্সিগুলোর সংগঠন হাব-এর সভাপতি জামায়াত নেতা সৈয়দ

গোলাম সরোয়ার, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের আপন ভাই। তার নিয়ন্ত্রণে রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। তাদের হাতে শ্রমবাজার জিম্মি। খরচ বাড়িয়ে সর্বস্বান্ত শ্রমিক গত বছর লাখ লাখ টাকা খরচ করেও যারা যেতে পারেননি, এবার তাদের নতুন করে খরচ চাপানো হয়েছে। শুধু বিমানভাড়া দেওয়ার কথা থাকলেও এখন সব মিলিয়ে অতিরিক্ত ১ লাখ ৬২ হাজার টাকা দিতে হবে। সার্ভিস চার্জ দ্বিগুণ হয়ে ৭৫ হাজার টাকায় দাঁড়িয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ফি বেড়ে হয়েছে ১০ হাজার টাকা, সঙ্গে প্রশিক্ষণ ও সাক্ষাৎকার বাবদ যোগ হয়েছে আরও কয়েক ধাপ খরচ। পটুয়াখালীর রাব্বি হোসেনের মতো শ্রমিকরা বলছেন—সরকার চাইলে বিনা খরচে পাঠাতে পারত, কারণ আগেই তাদের সর্বস্ব

গেছে। কিন্তু সরকার বরং সিন্ডিকেটকে বাঁচাতে বাড়তি খরচ চাপিয়েছে। সময় সংকটে অনিশ্চিত ভবিষ্যৎ ডিসেম্বরের মধ্যে সব ধাপ—চাহিদাপত্র, প্রশিক্ষণ, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, ফ্লাইট—শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। বোয়েসেলের এক কর্মকর্তা স্বীকার করেছেন, আগে এসব ধাপ বাধ্যতামূলক ছিল না; এবার সিন্ডিকেটের চাপে জটিল করা হয়েছে। ফলে অনেক শ্রমিক বাদ পড়ার ঝুঁকিতে আছেন। সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি সত্যিই শ্রমিকের স্বার্থ রক্ষায় আন্তরিক হতো, তবে সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য খরচে কর্মী পাঠানোর ব্যবস্থা করত। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। সরকারঘনিষ্ঠ মহলের নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেট এবং সম্প্রতি যুক্ত হওয়া রাজনৈতিক ঘরানার প্রভাব—দুই মিলে মালয়েশিয়াগামী শ্রমিকদের সর্বস্বান্ত করে দিচ্ছে। ফলে মালয়েশিয়া যাওয়ার

স্বপ্ন এখনো দুঃস্বপ্ন হয়ে আছে হাজারো শ্রমিকের কাছে—আর এর জন্য দায়ী সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট, তাদের রাজনৈতিক মিত্র এবং রক্ষাকবচ সরকারি মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা মুনাফার হার আরও কমলো, কোন সঞ্চয়পত্রে কত পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি এনসিপির আরেক নেতার পদত্যাগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের ! জেল হেফাজতে মৃত্যুর মিছিল: ১৫ দিনের মাথায় কলাপাড়া আ.লীগ নেতার ‘রহস্যজনক’ মৃত্যু, নির্যাতনের অভিযোগ গণমাধ্যম দমনে ‘ফেরাউনি’ ছায়া: ড. ইউনূসের শাসনে ভিন্নমত ও বিবেকের কারাবাস—একটি বিশ্লেষণ আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচারের জয়: বিএনপি নেতা মনার কণ্ঠেও প্রশংসা, জামায়াতকে বর্জনের ডাক পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি? আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ সূচনা হলো আমার নতুন অধ্যায়: রুমিন ফারহানা খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি