শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত – ইউ এস বাংলা নিউজ




শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৬:৪৮ 27 ভিউ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রণধীর জয়সোয়াল বলেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই। এদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন জয়সোয়াল। তিনি বলেছেন, বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিকেল ও জরুরি ভিসা হাইকমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়,

তাহলে আমরা তখন তাই করব। এর আগে গত মঙ্গলবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়। এই প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে। তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে এর আগে ভারত সরকারের পক্ষ থেকে কিছু

জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ আমেরিকা এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত ফিরে দেখা : ইংল্যান্ডের মাটিতে ক্যালিপসো সুর অপমানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী, পাত্তাই দিলেন না ম্যাক্রোঁ যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু ট্রেন আর উঠবে না যমুনা বহুমুখী সেতুতে, যা জানা গেল… তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে : মিথিলা ডিপসিক কী, কেন এটি বিশ্বব্যাপী শেয়ারবাজার ধসের কারণ? ২৪ দেশে সতর্কতা, হোয়াটসঅ্যাপে সাইবার হামলা শঙ্কা ভারতীয় হাসপাতালে বাংলাদেশি পোস্টার, বিতর্কের ঝড় সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন আলালের IPA সদস্য পদ নবায়ন ২০২৫ আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল আমেরিকা এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তানের কিশোরকে বিয়ে করতে পারেনি মার্কিন নারী কড়া প্রতিবাদ : মসজিদের সামনের সিসিটিভি সরালো ভারত যে কারণে মোদিকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০৭ দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার শেখ হেলালের পিএস প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আজও শাহবাগে