
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গাজায় থামছেই না ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত আরও ৪৩

ইসরাইলে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল

ভারতে স্কুলের খাবারে মরা সাপ, অসুস্থ শতাধিক

সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনাঘাঁটিতে পাক সেনাদের গুলি বর্ষণ

ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব

এবার হাইফা বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা

একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। দেশটিতে শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলিতে। সেই সঙ্গে আন্টার্কটিক অঞ্চল ও মাগালানেস অঞ্চলের সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি আর্জেন্টিনার দক্ষিণ থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দূরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
তবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।
তবে চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএস) ভূমিকম্পটির মাত্রা ৭.৮ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বলে জানিয়েছে। এর
পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) আন্টার্কটিক অঞ্চল এবং মাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ফন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা মাগালানেস অঞ্চলের পুরো উপকূলজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা’। সূত্র: আনাদোলু
পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) আন্টার্কটিক অঞ্চল এবং মাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ফন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা মাগালানেস অঞ্চলের পুরো উপকূলজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা’। সূত্র: আনাদোলু