ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো
নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার
আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে
বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
ইরানে সরকার পতন এখনই হচ্ছে না
বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসতে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: ডয়চে ভেলে
অন্যদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ওপরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি।
রোববার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘(রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব।’
ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার
ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ-১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ-১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



