ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল
৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ড্যানিশ পোস্ট অফিস
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০
নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা
দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ
ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য
বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন
ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসতে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: ডয়চে ভেলে
অন্যদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ওপরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি।
রোববার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘(রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব।’
ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার
ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ-১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ-১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে পাঁচশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



